logo
সোমবার ১৭ জুন, ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬

  সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়   ১১ অক্টোবর ২০১৮, ০০:০০  

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি  (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
যাত্রাপালা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-৩

৬৭। কোনটিতে প্রতিনিয়ত সংযোজন বিয়োজন ঘটে?

(ক) প্রথায়

(খ) লোকরীতিতে

(গ) সভ্যতায়

(ঘ) জীবনধারায়

সঠিক উত্তর : (ঘ) জীবনধারায়

৬৮। সাংস্কৃতিক ব্যাপ্তি অনেক বেড়ে গেছেÑ

(র) বিশ্বায়নের ফলে

(রর) সাংস্কৃতিক আত্তীকরণের ফলে

(ররর) প্রযুক্তির উন্নতির কারণে

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

৬৯। অবস্তুগত সংস্কৃতির তুলনায় বস্তুগত সংস্কৃতি কীভাবে পরিবতর্ন হয়?

(ক) গতিহীন ভাবে

(খ) ধীরগতিতে

(গ) দ্রæতগতিতে

(ঘ) সমান্তরাল গতিতে

সঠিক উত্তর : (গ) দ্রæতগতিতে

৭০। সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়Ñ

(র) সাংস্কৃতিক পরিবতর্ন

(রর) সাংস্কৃতিক উন্নয়ন

(ররর) ধমীর্য় পরিবতর্ন

নিচের কোনটি সঠিক

(ক) রও রর (খ) ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

৭১। আগে বাংলাদেশের মানুষ বিনোদন চাহিদা পূরণ করতোÑ

(র) যাত্রাপালার মাধ্যমে

(রর) সাকাের্সর মাধ্যমে

(ররর) পালাগানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে