logo
বৃহস্পতিবার ২৭ জুন, ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬

  মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়   ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

বাংলা

বাংলা
প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে

বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি

এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

১৬. ‘সাহচযর্’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?

ক. সহ+চর+যর্ খ. সহচর+ ্যফলা

গ. সহচর + য ঘ. কোনটিই নয়

সঠিক উত্তর: গ. সহচর + য

১৭. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

ক. গোবিন্দ দাস খ. কায়কোবাদ

গ. কাহ্নপা

ঘ. ভুসুকুপা

সঠিক উত্তর: ঘ. ভুসুকুপা

১৮. ‘পূবার্শা’ পত্রিকার সম্পাদক ছিলেন-

ক. মুন্সী মেহেরুল্লা

খ. সঞ্জয় ভট্টাচাযর্

গ. কমিনী রায় ঘ. মোজাম্মেল হক

সঠিক উত্তর: খ. সঞ্জয় ভট্টাচাযর্

১৯. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?

ক. বীরবল

খ. ভিমরুল

গ. অনিলাদেবী ঘ. যাযাবর

সঠিক উত্তর: গ. অনিলাদেবী

২০. বাংলা ভাষার আদি নিদশর্ন চযার্পদ আবিষ্কৃত হয় কত সালে?

ক. ২০০৭

খ. ১৯০৭

গ. ১৯০৯

ঘ. ১৯১৬

সঠিক উত্তর: খ. ১৯০৭

২১. ‘আফতাব’ শব্দের অথর্ সমাথর্ কোনটি?

ক. অণর্ব খ. রাতুল

গ. অকর্ ঘ. জলধি

সঠিক উত্তর: গ. অকর্

২২. বাংলা বণর্মালায় স্বরবণর্ কয়টি?

ক. ১৩টি

খ. ১০টি

গ. ১২টি

ঘ. ১১টি

সঠিক উত্তর: ঘ. ১১টি

২৩. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?

ক. আলাওল খ. সৈয়দ সুলতান

গ. মুহাম্মদ খান ঘ. শাহ মুহম্মদ সগীর

সঠিক উত্তর: ঘ. শাহ মুহম্মদ সগীর

২৪. মুসলমান নারী জাগরণের কবি-

ক. ফজিলাতুন্নেছা

খ. ফয়জুন্নেছা

গ. বেগম রোকেয়া

ঘ. সামসুন্নাহার

সঠিক উত্তর: গ. বেগম রোকেয়া

২৫. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?

ক. প্রভু যিশুর বাণী

খ. কৃপার শাস্ত্রের অথের্ভদ

গ. ফুলমনি ও করুণার বিবরণ

খ. মিশনারি জীবন

সঠিক উত্তর: খ. কৃপার শাস্ত্রের অথের্ভদ

২৬. ‘অনলপ্রবাহ’ রচনা করেন-

ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

খ. মোজাম্মেল হক

গ. এয়াকুব আলী চৌধুরী

ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদী

সঠিক উত্তর: ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

২৭. বাংলা সাহিত্যের আদি কবি কে?

ক. কাহ্নপা

খ. ঢেনুপা

গ. লুইপা

ঘ. ভুসুকুপা

সঠিক উত্তর: গ. লুইপা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে