বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ঢাকার রায়ের বাজারে কী অবস্থিত?
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর
  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

৭৭। মুজিবনগর সরকারর প্রথম বাংলাদেশ মিশন কোন দেশে স্থাপন করেন?

(ক) লন্ডন/যুক্তরাজ্য

(খ) ফ্রান্স

(গ) রাশিয়া

(ঘ) ভারত

সঠিক উত্তর : (ক) লন্ডন/যুক্তরাজ্য

৭৮। কোন দূতাবাসের কমর্কতার্রা জীবন ও চাকরির মায়া ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যোগ দেন?

(ক) যুক্তরাষ্ট্র

(খ) চীন

(গ) ফ্রান্স

(ঘ) ইতালী

সঠিক উত্তর : (ক) যুক্তরাষ্ট্র

৭৯। এপ্রিলের শুরুতে গণহত্যা বন্ধের জন্য ইয়াইয়াকে চিঠি দেন-

(ক) চীন প্রেসিডেন্ট

(খ) ভারতের প্রধানমন্ত্রী

(গ) সোভিয়েত প্রেসিডেন্ট

(ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রী

সঠিক উত্তর : (গ) সোভিয়েত প্রেসিডেন্ট

৮০। ঢাকার গেরিলা বাহিনী বোমা বিষ্ফোরণ ঘটায় -

(র) বিমান বন্দরে

(রর) ব্যাংক ও টেলিভিশন ভবনে

(ররর) হোটেল শেরাটনে

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর : (গ) রর ও ররর

৮১। সাইমন ড্রিং কে ছিলেন?

(ক) বিদেশি সাংবাদিক

(খ) রাষ্ট্রদূত

(গ) বিদেশি সঙ্গীত শিল্পী

(ঘ) গুপ্তচর

সঠিক উত্তর : (ক) বিদেশি সাংবাদিক

৮২। সংবাদ পরিক্রমা প্রচার করত কোন রেডিও স্টেশন?

(ক) আকাশবাণী

(খ) আল জাজিরা

(গ) সিএনএন

(ঘ) বাংলাদেশ বেতার

সঠিক উত্তর : (ক) আকাশবাণী

৮৩। ঢাকার রায়ের বাজারে কী অবস্থিত?

(ক) স্মৃতিসৌধ

(খ) বধ্যভূমি

(গ) শহীদ মিনার

(ঘ) ক্যান্টেনমেন্ট

সঠিক উত্তর : (খ) বধ্যভূমি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13306 and publish = 1 order by id desc limit 3' at line 1