শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।
মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

১৫৯। বিদেশে প্রথম ব্র্যাকের কাযর্ক্রম চালু হয় কোন দেশে?

ক. ইথিওপিয়াতে

খ. সুদানে

গ. নেপালে

ঘ. আফগানিস্তানে

সঠিক উত্তর : ঘ. আফগানিস্তানে

১৬০। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?

ক. জিয়া সার কারখানা খ. যমুনা সার কারখানা

গ. চট্টগ্রাম ইউরিয়া কারখানা

ঘ. ঘোড়াশাল সার কারখানা

সঠিক উত্তর : খ. যমুনা সার কারখানা

১৬১। নিম্নের কোন রাষ্ট্রপ্রধান বিয়াল্লিশ বছর দেশ পরিচালনা করেছেন?

ক. নেলসন ম্যান্ডেলা

খ. আব্রাহাম লিংকন

গ. মুয়াম্মদ গাদ্দাফি ঘ. সাদ্দাম হোসেন

সঠিক উত্তর : গ. মুয়াম্মদ গাদ্দাফি

১৬২। নিম্নের কোনটি ঘূণির্ঝড়ের নাম নয়?

ক. নাগির্স

খ. সিডর

গ. গ্যাসক্সি

ঘ. আইরিন

সঠিক উত্তর : গ. গ্যাসক্সি

১৬৩। প্রায় সম্পূণর্ অস্ট্রালোপিথিসিন্স ‘লুসি’র কংকাল ১৯৭৪ সালে নিম্নের কোন দেশে আবিষ্কৃত হয়?

ক. কেনিয়া খ. ইরিত্রিয়া

গ. ইথিওপিয়া ঘ. তানজেনিয়া

সঠিক উত্তর : গ. ইথিওপিয়া

১৬৪। নিম্নের কোনটি সঠিক নয়? ক. ভারত ফেডারেশন-প্রজাতন্ত্র-প্রধানমন্ত্রী

খ. ইসরাইল-গণতন্ত্র-প্রধানমন্ত্রী

গ. চেক প্রজাতন্ত্র-গণতন্ত্র-প্রেসিডেন্ট

ঘ. মেক্সিকো-গণতন্ত্র-প্রধানমন্ত্রী

সঠিক উত্তর : ক. ভারত ফেডারেশন-প্রজাতন্ত্র-প্রধানমন্ত্রী

১৬৫। পৃথিবীর মোট বরফের কত ভাগ এন্টাকির্টকাতে আছে?

ক. ৫০

খ. ৭০

গ. ৯০

ঘ. ৭৫

সঠিক উত্তর : গ. ৯০

১৬৬। কোন দেশটি সমুদ্র বন্দরবিহীন দেশ?

ক. প্যারাগুয়ে

খ. মিসর

গ. বেলজিয়াম

ঘ. উরুগুয়ে

সঠিক উত্তর : ক. প্যারাগুয়ে

১৬৭। কোন দেশের ডাক-টিকিটে সে দেশের নাম লেখা থাকে না?

ক. দ. কোরিয়া

খ. যুক্তরাজ্য

গ. যুক্তরাষ্ট্র

ঘ. অস্ট্র্রিয়া

সঠিক উত্তর : খ. যুক্তরাজ্য

১৬৮। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আন্তজাির্তক সীমারেখা কোনটি?

ক. তালেবান লাইন

খ. ম্যাকমোহন লাইন

গ. র‌্যাডক্লিফ লাইন

ঘ. ডুরাল্ড লাইন

সঠিক উত্তর : গ. র‌্যাডক্লিফ লাইন

১৬৯। সবাির্ধক ঘনবসতিপূণর্ দেশ কোনটি?

ক. চীন

খ. নেদারল্যান্ড

গ. বাংলাদেশ

ঘ. ভারত

সঠিক উত্তর : গ. বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12471 and publish = 1 order by id desc limit 3' at line 1