শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা বিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ১২ জুলাই ২০২০, ০০:০০
প্রোটোপস্নাজম

আজ তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায় - ৩

উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন

১০। জননকোষের কাজ কী?

উত্তর : জীবের প্রজননে অংশ নেয়া

১১। কোন কোষে কোষপ্রাচীর দেখা যায়?

উত্তর : উদ্ভিদ কোষে

১২। কোষের কোন অঙ্গাণু কোষের আকার প্রদান করে?

উত্তর : কোষপ্রাচীর

১৩। প্রোটোপস্নাজম কাকে বলে?

উত্তর : কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলীর ন্যায় থকথকে অথবা আধা তরল বস্তুটিকে প্রোটোপস্নাজম বলে।

১৪। কোন অঙ্গাণু কোষের ভিতরের অংশকে রক্ষা করে?

উত্তর : কোষপ্রাচীর

১৫। কোষের ভেতরের ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু?

উত্তর : কোষপ্রাচীর

১৬। কোন অঙ্গাণুকে জীবনের ভিত্তি বলা হয়?

উত্তর : প্রোটোপস্নাজম

১৭। প্রোটোপস্নাজমের অংশ কয়টি?

উত্তর : ৩টি

১৮। কোষ ঝিলিস্ন বা সেল মেমব্রেন কাকে বলে?

উত্তর : সম্পূর্ণ প্রোটোপস্নাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিলিস্ন বা সেল মেমব্রেন বলে।

১৯। সাইটোপস্নাজম কাকে বলে?

উত্তর : প্রোটোপস্নাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধ তরল অংশটি থাকে, তাকে সাইটোপস্নাজম বলে।

\হ

২০। কোষ ঝিলিস্নর কাজ কী?

উত্তর : কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাস এর চলাচল নিয়ন্ত্রণ করে।

২১। সাইটোপস্নাজম এর প্রধান কাজ কী?

উত্তর : কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা।

২২। কোষের কোন অঙ্গাণুকে বর্ণধার বলে?

উত্তর : পস্নাস্টিডকে

২৩। উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর :পস্নাস্টিড

২৪। প্রাণী কোষে কী থাকে না?

উত্তর :পস্নাস্টিড

২৫। কোন পস্নাস্টিড খাদ্য তৈরিতে সাহায্য করে?

উত্তর :সবুজ পস্নাস্টিড

২৬। কোন পস্নাস্টিড খাদ্য সঞ্চয় করে?

উত্তর : বর্ণহীন পস্নাস্টিড

২৭। পাতা, ফুল বা ফলের বিচিত্র রঙ দেখতে পাই কী কারণে?

উত্তর : পস্নাস্টিডের কারণে

২৮। কোষগহ্বর কাকে বলে?

উত্তর : কোষের মধ্যে বৃহৎ ফাঁকা জায়গাকে কোষগহ্বর বলে।

২৯। কোষরস কাকে বলে?

উত্তর : কোষগহ্বরে যে রস থাকে তাকে কোষরস বলে।

৩০। কোষগহ্বর কীসের আধার হিসেবে কাজ করে?

উত্তর : কোষরসের

৩১। কোন অঙ্গাণুকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়?

উত্তর : মাইটোকন্ড্রিয়াকে

৩২। মাইটোকন্ড্রিয়ার আকৃতি কেমন হতে পারে?

উত্তর :দন্ডাকার, বৃত্তাকার বা তারকাকার

৩৩। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?

উত্তর :শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা।

৩৪। নিউক্লিয়াস কাকে বলে?

উত্তর :প্রোটোপস্নাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটিকে নিউক্লিয়াস বলে।

৩৫। কোষের কোন অঙ্গাণুকে শক্তির আধার বলে?

উত্তর :মাইটোকন্ড্রিয়াকে

৩৬। নিউক্লিয়াসের আকৃতি কেমন হতে পারে?

উত্তর :গোলাকার, উপবৃত্তাকার বা নলাকার

৩৭। প্রোটোপস্নাজম এর কোন অংশ কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে?

উত্তর : নিউক্লিয়াস

৩৮। নিউক্লিয়াস প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?

উত্তর : ৪টি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105542 and publish = 1 order by id desc limit 3' at line 1