logo
সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়   ০৭ জুলাই ২০২০, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
বায়ুদূষণ
অধ্যায়-১

৫২. কেঁচো কোথায় বাস করে?

উত্তর: মাটিতে

৫৩. কোনো স্থানের জীব ও জড়ের মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কী বলে?

উত্তর: বাস্তুসংস্থান

অধ্যায়-২

১. কলকারখানার ধোঁয়া কী হয়?

উত্তর: বায়ুদূষণ

২. ডায়রিয়া কীসের ফলে হয়?

উত্তর: পানিদূষণের ফলে

৩. মাটিদূষণের কারণ কী?

উত্তর: কীটনাশকের ব্যবহার

৪. পরিবেশ সংরক্ষণের উপায় কী?

উত্তর: রিসাইকেল করা

৫. কয়লা ও তৈল কী?

উত্তর: জীবাশ্ম জ্বালানি

৬. নির্বিচারে গাছকাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে। এ সমস্যা সমাধানে কী করা উচিত?

উত্তর: বৃক্ষরোপণ

৭. এলাকার পরিবেশ সবুজ রাখতে এলাকাবাসীকে নিয়ে কোন কাজটি করা উচিত?

উত্তর: প্রত্যেকের বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ

৮. ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে পুকুর, খাল-বিলে ফেললে কী হবে?

উত্তর: পরিবেশের দূষণ হবে।

৯. হিমালয়ের হিমবাহ গলতে শুরু করলে কী ঘটবে?

উত্তর: সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে

১০. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজালে কোন ধরনের দূষণ হয়?

উত্তর: শব্দদূষণ

১১. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটে?

উত্তর: সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়

১২. পরিবেশদূষণের ফলে কী ঘটে?

উত্তর: জীবের বিলুপ্তি

১৩. মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কী?

উত্তর: শব্দদূষণ

১৪. কারখানার বর্জ্য পুকুরের পানিতে মেশার ফলে কী কারণে পুকুরের মাছ মারা যায়?

উত্তর: পানি দূষিত হওয়ায়

১৫.বাড়ির পুকুরে কাপড় ধৌত করলে পুকুরের কোন ক্ষতি হবে?

উত্তর: পুকুরের পানিদূষণ হবে

১৬. তৃণাদের বাড়ির পাশের স্তূপকৃত আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দূষিত হলো। এই দূষণ থেকে কী হতে পারে?

উত্তর: অ্যাসিড বৃষ্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে