বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০৬ জুলাই ২০২০, ০০:০০

অধ্যায়-১

৩৩. সঠিক খাদ্যশৃঙ্খলের উদাহরণ কী?

উত্তর: ঘাস-ফড়িং-ব্যাঙ

৩৪. চিংড়ি কোথায় বাস করে?

উত্তর: পানিতে

৩৫. মাটি কোন পরিবেশের উপাদান?

উত্তর: জড় পরিবেশের

৩৬. পরিবেশের জীব উপাদান কোনটি?

উত্তর: উদ্ভিদ

৩৭. পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত?

উত্তর: দুই

৩৮. উদ্ভিদ ও প্রাণী কী ছাড়া বাঁচতে পারে না?

উত্তর: বায়ু

৩৯. সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বলে পরিবেশে কী স্থিতিশীল থাকে?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড

৪০. একাধিক খাদ্যশৃঙ্খল ওতপ্রোতভাবে জড়িয়ে কী তৈরি করে?

উত্তর: খাদ্যজাল

৪১. বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল?

উত্তর: অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড

৪২. সব প্রাণীই বায়ু থেকে কি গ্রহণ করে?

উত্তর: অক্সিজেন

৪৩. খাদ্যশৃঙ্খলে তৃণজাতীয় উদ্ভিদ কীসের ওপর নির্ভরশীল?

উত্তর: সূর্যের আলো

৪৪. খাদ্যশৃঙ্খলে ব্যাঙ কীসের ওপর নির্ভরশীল?

উত্তর: ঘাসফড়িং

৪৫. পরিবেশে খাদ্যশৃঙ্খলের প্রাথমিক স্তর

কোনটি?

উত্তর: সবুজ উদ্ভিদ

৪৬. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কে?

উত্তর : উদ্ভিদ

৪৭. সব উদ্ভিদ ও প্রাণীর শক্তির উৎস কী?

উত্তর: সূর্য

৪৮. কীসের মাধ্যমে কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে?

উত্তর: পরাগায়ন

৪৯. মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে কী?

উত্তর: প্রাণীর মৃতদেহ

৫০. প্রাণী শ্বাসকার্যে কী ত্যাগ করে?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড

৫১. শ্বাসকার্যে উদ্ভিদ কী গ্রহণ করে?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104918 and publish = 1 order by id desc limit 3' at line 1