শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র
রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০২ জুন ২০২০, ০০:০০
করাত দিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করাকে বলে-

আহ্বান

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১২. বুড়ি কাকে কাফনের কাপড় কিনে দিতে বলেছে?

ক) গোপালকে

খ) নাত জামাইকে

গ) চক্কোত্তি মশায়কে

ঘ) হাজেরাকে

সঠিক উত্তর: ক) গোপালকে

১৩. বুড়ি কাকে চিনতে পারেনি?

ক) হাজেরাকে

খ) দিগম্বরীকে

গ) নাত জামাইকে

ঘ) গোপালকে

সঠিক উত্তর: ঘ) গোপালকে

১৪. বুড়িকে দুটো না দিয়ে কে খায় না?

ক) গোপাল

খ) দিগম্বরী

গ) চক্কোত্তি মশায়

ঘ) হাজেরা

সঠিক উত্তর: ঘ) হাজেরা

১৫. আহ্বান গল্পটি কোথা থেকে সংকলিত হয়েছে-

ক) মেঘমলস্নর

খ) মৌরিফুল

গ) যাত্রাবদল

ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি

সঠিক উত্তর : ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি

১৬. 'অনুরোগ, শব্দের অর্থ কী?

ক) অনুরোধ

খ) প্রার্থনা

গ) সুপারিশ

ঘ) নালিশ

সঠিক উত্তর : ঘ) নালিশ

১৭. 'নাড়ি' শব্দের অর্থ কী?

ক) শ্রমিক খ) আশ্রয়

গ) লাঠি ঘ) নির্ভর

সঠিক উত্তর : গ) লাঠি

১৮. 'তাচ্ছিল্য' শব্দের অর্থ কী?

ক) শ্রদ্ধা খ) সম্মান

গ) অবজ্ঞা ঘ) অসতর্ক

সঠিক উত্তর : গ) অবজ্ঞা

১৯. মানুষের স্নেহ-মমতার প্রীতির যে বাঁধন তা কিসের নয়?

ক) ভালোবাসার

খ) ধনসম্পদের

গ) জোরপূর্বক

ঘ) পারস্পরিক সহযোগিতার

সঠিক উত্তর : খ) ধনসম্পদের

২০. নিবিড় স্নেহ ও উদার হৃদয়ের আন্তরিকতার ঢলে কী ঘুচে যেতে পারে।

ক) দূরত্ব, সংস্কার

খ) গোঁড়ামি

গ) দূরত্ব, সংস্কার ও গোঁড়ামি

ঘ) অসহযোগিতা

সঠিক উত্তর: গ) দূরত্ব, সংস্কার ও গোঁড়ামি

২১. 'ডিস্টিংশন' বলতে কী বোঝায়?

ক) বিশেষ বৃত্তি

খ) সর্বোচ্চ নম্বর অধিকারী

গ) বিশেষ বিবেচনায় পাস

ঘ) কম নম্বর অধিকারী

সঠিক উত্তর : খ) সর্বোচ্চ নম্বর অধিকারী

২২. গোপাল বাড়ি ঘর করতে না চাওয়ার কারণ-

ক) গ্রামে না আসা

খ) সামান্য বেতন

গ) আপনজন না থাকায়

ঘ) জমি না থাকায়

সঠিক উত্তর : খ) সামান্য বেতন

২৩. 'আহ্বান' গল্পটি কেমন-

ক) স্নেহ-প্রীতির

খ) আন্তরিকতা

গ) উদার মানবিক সম্পর্ক

ঘ) শ্রেণি-বৈষম্যহীন

সঠিক উত্তর : ঘ) শ্রেণি-বৈষম্যহীন

২৪. 'গোয়ালপুরো' বলতে কী বোঝায়?

ক) গোলাভরা খ) গোয়ালভরা

গ) পুককুভরা ঘ) চালাভরা

সঠিক উত্তর: খ) গোয়ালভরা

২৫. করাত দিয়ে কাঠ কেটে যে জীবিকা নির্বাহ করে তাকে বলে-

ক) কাঠুরে খ) করাতি

গ) মিস্ত্রি ঘ) বাওয়ালি

সঠিক উত্তর: খ) করাতি

২৬. করাতের কাজ বলতে বোঝায়-

ক) কাঠ কেটে জীবিকা নির্বাহ

খ) কাঠ চেরাই করার পেশা

গ) বাড়ি নির্মাণ করা

ঘ) বাজারে কাঠ বিক্রি করা

সঠিক উত্তর : খ) কাঠ চেরাই করার পেশা

২৭. ধর্মীয় গোঁড়ামি ঘুচে যাওয়ার সাথে সম্পর্ক রয়েছে কোনটির?

ক) ধনী-দরিদ্রের বৈষম্যহীন সমাজ

খ) পারস্পারিক সহযোগিতা

গ) ধর্মীয় সম্প্রদায়িকতা

ঘ) উদার হৃদয়ের আন্তরিকতা

সঠিক উত্তর : ঘ) উদার হৃদয়ের আন্তরিকতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100941 and publish = 1 order by id desc limit 3' at line 1