logo
সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ৩০ মে ২০২০, ০০:০০  

জবিতে হচ্ছে করোনা টেস্টের ল্যাব

জবিতে হচ্ছে করোনা টেস্টের ল্যাব
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিদিন কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। সারাদেশে বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মোকাবিলা করতে কোভিড-১৯ টেস্টের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ লক্ষ্যে কোভিড-১৯ টেস্টের জন্য পিসিআর মেশিন আনা হচ্ছে এবং ল্যাব বানানোর কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আসছে জুলাই নাগাদ কোভিড-১৯ টেস্ট শুরু করতে পারবে জবি।

২৮ মে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। এসময় তিনি জানান, আমাদের এক্সপার্ট ছিল কিন্তু পূর্ণাঙ্গ ল্যাব ও পিসিআর মেশিন ছিল না। সম্প্রতি আমরা আমেরিকান প্রতিষ্ঠান সিডিং ল্যাবের ইন্সট্রুমেন্টাল এক্সেস অ্যাওয়ার্ড পেয়েছি। ফলে আমরা সিডিং ল্যাব থেকে প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম পাচ্ছি। যার মধ্যে দুটি পিসিআর মেশিনও রয়েছে। আসছে জুলাইয়ে এগুলো এসে পৌঁছালে

আমরা কোভিড-১৯ পরীক্ষা করতে পারব। বর্তমানে আমাদের ল্যাব

প্রস্তুতির কাজ চলছে।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. দিলারা ইসলাম শরীফ জানান, ল্যাবের যে প্রাথমিক কন্সট্রাকশনের কাজ সেটা আপাতত করা হচ্ছে। সাধারণ ছুটি শেষ হলে, আমরা কোভিড-১৯ পরীক্ষার জন্য যে অনুমোদনের বিষয়গুলো আছে ওটা শেষ করতে আমাদের হয়তো ১ মাস সময় লাগবে। তারপর প্রয়োজনীয় যে ইন্সট্রুমেন্টগুলো সিডিং ল্যাব আমাদের পাঠাচ্ছে, শিপমেন্ট হলেই আমরা করোনা পরীক্ষার কাজ শুরু করতে পারবো।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে