logo
সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়   ৩০ মে ২০২০, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
শিক্ষাক্ষেত্রে কম্পিউটার
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও:

কম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারের রয়েছে তথ্য গ্রহণ, তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও তথ্য উপস্থাপনের ক্ষমতা। কম্পিউটার নিজে কাজ করতে পারে না। মানুষের তৈরি করা নির্দেশ অনুসারে কাজ করতে পারে। একসময় কম্পিউটার ছিল শুধুমাত্র গণনার যন্ত্র। এখন তা হাজার কাজে পারদর্শী। কম্পিউটার যে কোনো গাণিতিক হিসাব নির্ভুলভাবে সমাধান করে দিতে পারে মুহূর্তেই। আজকাল ব্যাংক-আর্থিক-ব্যবসা প্রতিষ্ঠানের টাকা-পয়সার হিসাব খুব সহজেই রাখছে এই কম্পিউটার। বর্তমান সময়ে ছাপার কাজে কম্পিউটার অনেক পরিবর্তন এনেছে। ছবি আঁকা, কার্টুন ও চলচ্চিত্র তৈরিতেও কম্পিউটার...

৩। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেয়া হলো। উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর।

শব্দ শব্দার্থ

নির্দিষ্ট - নির্ধারিত

ধরন - রকম

দ্রম্নত - তাড়াতাড়ি

নির্ভুল - সঠিক

অভাবনীয় - ভাবা যায় না এমন

ক. প্রশ্নের উত্তর - হওয়া উচিত।

খ. কম্পিউটার নানা - কাজে ব্যবহৃত হয়।

গ. ময়লা-আবর্জনা - স্থানে ফেলতে হয়।

ঘ. লোকটা - হেঁটে চোখের আড়ালে চলে গেল।

ঙ. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আতিক - সাফল্য অর্জন করেছে।

উত্তর:

ক. প্রশ্নের উত্তর নির্ভুল হওয়া উচিত

খ. কম্পিউটার নানা ধরনের কাজে ব্যবহৃত হয়

গ. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হয়

ঘ. লোকটা দ্রম্নত হেঁটে চোখের আড়ালে চলে গেল

ঙ. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আতিক অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ:

ক. কম্পিউটার কী? কম্পিউটারের চারটি অংশের নাম লেখ।

খ. আধুনিককালে কম্পিউটারের পাঁচটি অবদান উলেস্নখ কর।

গ. কম্পিউটারের পাঁচটি কাজ লেখ।

উত্তর:

(ক) কম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র। এটি নির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ করতে পারে।

কম্পিউটারের ৪টি অংশ হলো- ক. ইনপুট খ. মেমোরি গ. প্রসেসর ঘ. আউটপুট।

(খ) আধুনিককালে কম্পিউটারের পাঁচটি অবদান হলো-

১. ছবি আঁকা।

২. কার্টুন ও চলচ্চিত্র তৈরি।

৩. ইতিহাস, ভূগোল, বিজ্ঞানসহ নানা বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করা।

৪. মহাকাশ যানের গতিবিধি নিয়ন্ত্রণ করা।

৫. লেখাপড়া আকর্ষণীয় করার জন্য পাঠ্য বিষয় সংশ্লিষ্ট ছবি এবং ছবির সঙ্গে কথা ও গান সংযোজন করা।

(গ) কম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র। এর কতগুলো নির্দিষ্ট কাজ রয়েছে। কম্পিউটারের পাঁচটি কাজ নিচে লেখা হলো-

১. কম্পিউটার দিয়ে দ্রম্নত ও নির্ভুলভাবে বড় বড় অঙ্ক করা যায়।

২. কম্পিউটারে টাইপ করা যায়।

৩. ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের টাকা-পয়সার হিসাব রাখা যায়।

৪. বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়।

৫. কম্পিউটারে ছবি দেখা ও গান শোনা যায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে