শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
পাঠক মত

পোল্ট্রিশিল্পের সংকট দ্রম্নত নিরসনের উদ্যোগ নিন

নতুনধারা
  ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

পোল্ট্রিশিল্পের সংকট দেশের ৬০ হাজার খামারিকে বিপাকে ফেলেছে। হুমকির মুখে পড়েছে এ খাতে বিনিয়োগ করা ৩৫ হাজার কোটি টাকার পুঁজি। পোল্ট্রি ফুডের দাম বাড়ছে হু হু করে, এর বিপরীতে কমছে বয়লার মুরগির দাম। ৭০ টাকার বাচ্চা মুরগি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। যে দামে উৎপাদন খরচও উঠছে না। ফলে খামারিদের পক্ষে টিকে থাকা দায় হয়ে পড়েছে। চাহিদার তুলনায় দেশে মাংসের উৎপাদন বেড়ে যাওয়াও সংকটের জন্য অনেকাংশে দায়ী। বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো-বিবিএসসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বলছে, জনসংখ্যা অনুপাতে বার্ষিক মাংসের চাহিদা ৭২ দশমিক ১৪ লাখ টন, কিন্তু উৎপাদন হচ্ছে ৭২ দশমিক ৬০ লাখ টন। মাংস উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণতাই শুধু নয়, বরং চাহিদার চেয়েও শূন্য দশমিক ৪৬ লাখ মেট্রিক টন বেশি উৎপাদন হচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের তথ্যমতে, পোল্ট্রিশিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। পরোক্ষভাবে আরও প্রায় ৩৫-৪০ লাখ মানুষ এ শিল্পের ওপর নির্ভরশীল। সরকার ২০২১ সাল নাগাদ জনপ্রতি বার্ষিক ডিম খাওয়ার গড় পরিমাণ ১০৪টিতে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু করেছে। প্রাণিজ আমিষের চাহিদাপূরণের এ লক্ষ্য বাস্তবায়নে ২০২১ সাল নাগাদ দৈনিক প্রায় সাড়ে ৪ কোটি ডিম এবং দৈনিক প্রায় ৩ দশমিক ৫ থেকে ৪ হাজার মেট্রিক টন মুরগির মাংস উৎপাদনের প্রয়োজন হবে। বিনিয়োগ লাগবে ৫০-৬০ হাজার কোটি টাকা। নিরাপদ খাদ্য ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে সামগ্রিকভাবে পোল্ট্রি খাতে আরও বেশি আধুনিকায়ন ও মানোন্নয়নের প্রয়োজন হবে। এ প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে পোল্ট্রিশিল্পের সংকট মোচনের উদ্যোগ নেওয়া দরকার। পোল্ট্রিশিল্প রক্ষায় হাঁস-মুরগির খাবার তৈরির উপাদানের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সে ব্যবস্থা নেওয়া জরুরি। পোল্ট্রিশিল্পের জন্য বিমাব্যবস্থা প্রবর্তন ও কাঁচামাল আমদানি সহজীকরণের উদ্যোগ নেওয়া দরকার। পোল্ট্রিশিল্প দেশের মানুষের আমিষ চাহিদা পূরণ করছে। পুষ্টি জোগানের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে এ শিল্পের সুরক্ষায় সরকারকে যত্নবান হতে হবে।

শুভ্র ঘোষ

নতুন বাজার, মাগুরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86219 and publish = 1 order by id desc limit 3' at line 1