বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাঠক মত

নতুনধারা
  ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

সমাজের কল্যাণে চাই স্বেচ্ছাসেবা

আত্মত্যাগ, সাহায্য-সহযোগিতার দ্বারা মনুষ্যত্বের বহিঃপ্রকাশ ও পারিশ্রমিকহীন সেবার মানসিকতার মাধ্যমে সামাজিক বা রাষ্ট্রীয় কোনো কর্মে কোনো সংগঠন/প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে অথবা ব্যক্তিগতভাবে কাজ করাই হলো স্বেচ্ছাসেবা। এটি হওয়া চাই স্বপ্রণোদিত। 'আপন নাক কেটে পরের যাত্রা নষ্ট করা' এই প্রবাদের সঙ্গেও অনেকে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক মিল খুঁজে বেড়ায় যদিও সত্যিকার অর্থে এর অর্থ ভিন্ন। মহাত্মা গান্ধী বলেছিলেন, 'নিজেকে খুঁজে পাওয়ার সেরা উপায় হলো অন্যের সেবায় নিজেকে হারিয়ে দেয়া।' স্বেচ্ছাসেবামূলক কাজে জড়িত হাজার হাজার ব্যক্তি শুধু অন্যের মুখে হাসি ফোটাতে বিনে পয়সায় কাজ করে যাচ্ছে দিনের পর দিন যা একান্তই নিজের নিরেট আত্মতৃপ্তি এবং আনন্দের জন্য। স্বেচ্ছাসেবাতে এমন এক ধরনের অনুভূতি আর আত্মতৃপ্তি পাওয়া যায় যা একমাত্র এই কাজে সংশ্লিষ্ট মানুষই অনুধাবন করতে পারে। কেউ কাউকে সাহায্য করার পর সাহায্যপ্রাপ্ত অসহায় মুখগুলো যে ধন্যবাদ জানায় সেটা একান্ত মনের ভেতর থেকে আসে আর এই নির্ভেজাল ভালোবাসাই স্বেচ্ছাসেবকদের জীবনের সবচেয়ে পরম আত্মতৃপ্তি। স্বেচ্ছাসেবকরা সমাজে সহযোগিতার বীজ বুনে শুধু সমাজকেই সুখী করে না বরং নিজেও লাভ করে অনাবিল সুখ। যে সুখ অর্থ দিয়ে ক্রয় করা অসম্ভব। তাই নিজের আত্মাকে সুখী করে তোলার একটা উত্তম ও সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে স্বেচ্ছাসেবা। আপনার আশপাশের অনাথ, অসহায় ও দরিদ্র নারী-পুরুষ-শিশু আছে যাদের মুখে হাসি ফুটে উঠতে পারে শুধু আপনার সামান্য সহযোগিতায়, আর সেই হাসিমাখা মুখগুলোই আপনার অন্তরকে করবে পুলকিত। আপনি হৃদয়ে অনুভব করবেন এক অজানা আনন্দ। শুধু অর্থ-সম্পদ দিয়েই স্বেচ্ছাসেবা হয় না। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিপদে পড়া, অধিকারবঞ্চিত মানুষের পাশে ছায়ার মতো দাঁড়ানো হচ্ছে আসল স্বেচ্ছাসেবা। আর হঁ্যা, শুধু মানুষই নয়- আমাদের চারপাশের পশু-পাখি, প্রকৃতি, পরিবেশ ও সমাজের অন্যান্য সব বিষয়ের প্রতি আমাদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা আছে। দেশে অনেক ধরনের সামাজিক সংগঠন আছে যেগুলো কাজ করতে চায় সমাজের কল্যাণে। এর যে কোনো একটি সংগঠনের সঙ্গে জড়িত হয়ে অথবা ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, রোগীদের রক্তদান, দরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা আদায়ের ব্যবস্থাকরণ, পথশিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, বৃক্ষরোপণ প্রভৃতি ক্ষেত্রে স্বেচ্ছাসেবায় কাজ করে যায়। অনেকের মনে আবার প্রশ্নও থাকে, শুধু কি আত্মতৃপ্তির জন্যই স্বেচ্ছাসেবক হবো? তাদের জন্য উত্তর হতে পারে একজন স্বেচ্ছাসেবক তার কাজের মাধ্যমে নিজের নেতৃত্বগুণ এবং মানুষের সঙ্গে কমিউনিকেশনের জায়গাটা উন্নত করতে পারে। আবার বর্তমানে বেশির ভাগ চাকরির ক্ষেত্রে শর্ত দেয়া থাকে কাজের পূর্ব অভিজ্ঞতা যা নতুনদের জন্য চাকরি পাওয়ার একটা বড় প্রতিবন্ধকতা। সে ক্ষেত্রে যে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে নেতৃত্বের গুণ, ধৈর্য, উদারতা ও পরিশ্রমের মানসিকতাসহ নানা ধরনের অভিজ্ঞতার সঞ্চার হবে এবং চাকরির বাজারের পথটাও অনেকাংশে সহজ হবে। সব ধর্মের দৃষ্টিকোণ থেকেও জীবের প্রতি সেবাকে সর্বোচ্চ স্থানে রাখা হয়েছে যা নিয়ে কোনো মতবিরোধ নেই। এ জন্য অসহায়-দুস্থ, দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, এ আদর্শে উজ্জীবিত হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করাও প্রতিটি মানবের দায়িত্ব। আপনাকে পুরো সমাজের দায়িত্ব নেওয়ার দরকার নেই, সামর্থ্য অনুযায়ী অন্তত দু-একজনের হাতটা ধরতে চেষ্টা করুন, তার অসহায়ত্বের ছায়াকে আলোকিত করার উদ্যোগ নিন। অনেকই ভাবে, এত মানুষ থাকতে আমাকেই কেন করতে হবে এই কাজ। ঠিক আছে, আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনার প্রিয় আর পরিচিত একটি কথা-

'আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে।' হঁ্যা, আমাকে, আপনাকেই জেগে উঠতে হবে কারণ আমি-আপনিও এই সমাজেরই অংশ। আপনার, আমার থেকেই চিন্তা করতে হবে সমাজের কল্যাণের। আর আপনার, আমার এই সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব একটি সুন্দর সমাজ বিনির্মাণ। মানবসেবার জন্য অনেক অনেক অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু বিশুদ্ধ ও উদার একটি মনের। অসহায়, অভাগা মানুষের প্রতি ভালোবাসার মন নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই কেবল সমাজে শান্তি আসবে। আজ থেকে শপথ নিয়ে সমাজে তিনজন ব্যক্তি যথা- আমি, আপনি এবং সে যদি স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রমে অংশ নিই তাহলেই সমাজের অসহায়, অন্ধকার মুখগুলোতে আলোর শিখা জ্বলে উঠবে আর সমাজ হবে অনাবিল সুখের কেন্দ্র।

ডি এইচ রনি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86042 and publish = 1 order by id desc limit 3' at line 1