শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
পাঠক মত

দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করুন

জাহিদুল ইসলাম খন্দকার শিক্ষার্থী, দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
  ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

সমস্যার আল কেটে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়তো কঠিন তবে অসম্ভব নয়। জনসংখ্যাধিক্যতা এ দেশের সব সমস্যার জননী। যদি এটিকেই উন্নয়নের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা যায় তাহলে কেমন হয়? অন্ধকার থেকেই আলো ছিনিয়ে আনতে হবে, তমস্যাবৃত ভবিষ্যতের রহস্য ভেদ করতে হবে। ইউএনডিপির এক প্রতিবেদনে বলা হয়েছে এ দেশের কর্মক্ষম তথা উৎপাদনশীল মানুষের সংখ্যা ১০ কোটি ৫৬ লাখ যা মোট জনসংখ্যার ৬৬%। অর্থাৎ নির্ভরশীল জনসংখ্যা ক্রমেই কমছে এ দেশে। অর্থনীতিবদরা একে জনসংখ্যাতাত্ত্বিক বোনাসকাল বলছেন। ২০৪২ সালে এই জনসংখ্যাতাত্ত্বিক বোনাসকালের সময়সীমা শেষ হবে। তাই দাঁত থাকতেই দাঁতের মর্যাদা দিতে হবে। জনসংখ্যাকে পরিণত করতে হবে মানবসম্পদে। জনসংখ্যার গুণগত পরিবর্তন এলেই উন্নয়নের পরিমাণগত পরিবর্তন আসবে। এই গুণগত পরিবর্তনের জন্য প্রথমেই প্রয়োজন শিক্ষাব্যবস্থার বৈশ্বিক উন্নয়ন। অথচ এ ক্ষেত্রে আমরা এখনো পশ্চাৎগামী। যেখানে জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত সেখানে আমরা ব্যয় করছি মাত্র ২ শতাংশ। এর পেছনেও কারণ রয়েছে। সরকার চায় দ্রম্নত উন্নয়ন। শিক্ষা খাতে উন্নয়ন ঘটালে এর সুফল আসবে হয়তো দেরিতে কিন্তু এর ফল সুদূরপ্রসারী। অথচ এদিকে ভ্রম্নক্ষেপ নেই সরকারের কারণ হচ্ছে- সরকারের স্বল্প মেয়াদকাল। আবার ক্রমেই উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। একপর্যায়ে হয়তো এই বেকাররাই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে। কেননা সরকার তাদের চাকরি নিশ্চিত করতে অসমর্থ। এমনটা ভাবা মোটেও অস্বাভাবিক নয়, ইতিহাস ঘাটলেই এরূপ অনেক দৃষ্টান্ত মেলে।

এই সংকট নিরসনের দুটি বিকল্প পথ রয়েছে। এক. তাদের চাকরি নিশ্চিতকরণ এবং দুই. তাদের দক্ষ উদ্যোক্তায় রূপান্তর। এত বিপুলসংখ্যক বেকারের চাকরির ব্যবস্থা নিঃসন্দেহে অনেক কঠিন। তাই দ্বিতীয় বিকল্পটাই বেছে নিতে হবে। তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে দক্ষ উদ্যোক্তায় পরিণত করতে হবে। খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। খুঁজে বের করতে হবে দক্ষ জনশক্তির। যেমন ধরুন কেউ কম্পিউটিংয়ে দক্ষ অথচ সামর্থ্য নেই কম্পিউটার ক্রয় করার। সরকার তাকে আরও প্রশিক্ষণ দিয়ে বিনা সুদে ঋণ দিয়ে কম্পিউটার কেনার সুযোগ দিলে সে আউটসোর্সিং কিংবা আত্মকর্মসংস্থান করতে সক্ষম হবে। ফলে অর্থনৈতিক অগ্রগতি শানিত হবে। চাকরির পেছনে না ছুটেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার জন্য মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাও অত্যন্ত জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76103 and publish = 1 order by id desc limit 3' at line 1