মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
বাড়ছে মৃতু্যস্রোত

করোনা চোখ রাঙাচ্ছে ভারতে আক্রান্ত প্রায় অর্ধলক্ষ

আটকেপড়াদের ফেরাতে মালদ্বীপে নৌবাহিনী প্রেরণ
যাযাদি ডেস্ক
  ০৭ মে ২০২০, ০০:০০
আপডেট  : ০৭ মে ২০২০, ১০:১৮

ইউরোপ আমেরিকার পর প্রাণঘাতী করোনাভাইরাস এবার চোখ রাঙাচ্ছে দক্ষিণ এশিয়ায়। এ অঞ্চলে লকডাউন কিছুটা শিথিল করায় ভারত-পাকিস্তানসহ অন্যান্য দেশে আক্রান্ত ও মৃতু্যস্রোত বেড়ে গেছে বহুগুণে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মঙ্গলবার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের কাছাকাছি ছিল। বুধবার সেটা এক লাফে ৪৯ হাজারের গন্ডি পেরিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৯৫৮ জন আক্রান্ত হয়েছেন। এতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪৯ হাজার ৩৯১ জন। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২৬ জনের মৃতু্য হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৬৯৪ জন। নতুন করে আক্রান্ত যেমন বাড়ছে, তেমন সারা দেশেই করোনা রোগী সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বাড়ছে উলেস্নখযোগ্যভাবে। এরই মধ্যে ১৪ হাজার ১৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সারা দেশের নিরিখে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ১৫ হাজার ৫২৫ জন আক্রান্ত হয়েছেন। মৃতু্য হয়েছে ৬১৭ জনের। মহারাষ্ট্রের ৩৬টি জেলার মধ্যে ৩৪টিতেই হানা দিয়েছে করোনাভাইরাস। তবে সেখানে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও দেশটির অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। এরই মধ্যে সেখানে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮১৯ জন। এর পরেই রয়েছে গুজরাট। সেখানে করোনা আক্রান্ত ৬ হাজার ২৪৫ জন। মৃতু্য হয়েছে ৩৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮১ জন। তৃতীয় স্থানে রয়েছে দিলিস্ন। সেখানে আক্রান্ত ৫ হাজার ১০৪ জন। ৬৪ জনের মৃতু্য হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৮ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ৪ হাজার ৫৮ জন, রাজস্থানে ৩ হাজার ১৫৮ জন, মধ্যপ্রদেশে ৩ হাজার ৪৯ জন, উত্তরপ্রদেশে ২ হাজার ৮৮০ জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৭১৭ জন, পাঞ্জাবে ১ হাজার ৪৫১ জন, পশ্চিমবঙ্গে ১ হাজার ৩৪৪ জন ও তেলঙ্গানায় ১ হাজার ৯৬ জন আক্রান্ত হয়েছেন। আটকেপড়াদের ফেরাতে মালদ্বীপে নৌবাহিনী প্রেরণ এদিকে, করোনাভাইরাস মহামারির কারণে মালদ্বীপে আটকেপড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে নৌবাহিনীর দুটি জাহাজ পাঠাচ্ছে ভারত। আগামী ৮ মে থেকে তাদের দেশে ফেরানো শুরু হবে। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী জানিয়েছে, তারা বিদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে 'সমুদ্র সেতু' নামে বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযানের প্রথম ধাপে মালে সমুদ্রবন্দরে যাচ্ছে 'আইএনএস জলস্য' ও 'আইএনএস মাগার'। মালদ্বীপগামী এ দুটি জাহাজই উভচর এবং এগুলো হাজারখানেক মানুষ সহজেই বহন করতে পারে। বিবৃতিতে বলা হয়, দেশে ফেরা নাগরিকদের সমুদ্রপথেই প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হবে। এছাড়া করোনাভাইরাসের কারণে বিশেষ সুরক্ষা ব্যবস্থাও নেয়া হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, মালদ্বীপের ভারতীয় মিশন দেশে ফিরতে আগ্রহীদের একটি তালিকা তৈরি করেছে। প্রথম ধাপে অন্তত এক হাজার মানুষ নৌবাহিনীর জাহাজে করে ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে