বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
করোনার উৎস

পাল্টাপাল্টি মত ট্রাম্প-ডব্লিউএইচওর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রাকৃতিক, ট্রাম্প বলছেন উহানের ল্যাব করোনামুক্ত উহানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন
যাযাদি ডেস্ক
  ০৩ মে ২০২০, ০০:০০
আপডেট  : ০৩ মে ২০২০, ১১:০৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎস নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচওর) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসেস। করোনা নিয়ে একদিনের ব্যবধানে দুই মাধ্যম থেকে দুই রকম মন্তব্য এসেছে। চীনের গবেষণাগার থেকে করোনার উৎপত্তির প্রমাণ নাকি দেখেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এ দাবির একদিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগের মতোই জোর গলায় বলেছে, কোভিড-১৯ এর উৎস প্রাকৃতিক। সংবাদসূত্র : রয়টার্স, আল-জাজিরা তবে বিজ্ঞানীদের বিশ্বাস, প্রাণঘাতী ভাইরাসটি প্রাণী থেকে মানুষের দেহে প্রবেশ করেছে। গত বছরের শেষ দিকে চীনের উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে এটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ট্রাম্পের দাবি করোনার উৎপত্তি হয়েছে উহানের একটি গবেষণাগার থেকে। যদিও চীন বারবারই তা অস্বীকার করেছে। বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সও এক বিবৃতিতে জানায়, করোনা মানবসৃষ্ট কিংবা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার প্রমাণ পায়নি তারা। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও একই কথা জানিয়েছেন। কিন্তু ওই দিনই ট্রাম্প জোর গলায় বলেন, উহানের একটি 'ভাইরোলোজি' (ভাইরাস বিষয়ক) গবেষণাগারই করোনাভাইরাসের উৎস। তিনি নাকি প্রমাণও দেখেছেন। যদিও বিস্তারিত কিছু বলতে পারেননি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এ দাবি নিয়ে প্রশ্ন করা হলে ডবিস্নউএইচওর জরুরি স্বাস্থ্য বিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেন, 'করোনার উৎস খুঁজতে বহু বিজ্ঞানী কাজ করছেন। সবার বক্তব্যের ভিত্তিতেই আগের অবস্থান থেকেই বলছি, ভাইরাসটির উৎস প্রাকৃতিক।' এদিকে, মহামারির উৎস সম্পর্কে জানতে চীনের তদন্তে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েক মাসে দুই লাখ ৪০ হাজারের বেশি মানুষকে মেরে ফেলা ভাইরাসটির উৎপত্তি জানা খুবই প্রয়োজন বলে মনে করেন রায়ান। তিনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ভাইরাসটির প্রাকৃতিক উৎস কী, তা নিশ্চিত করা। করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ৬৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অর্থনীতিকে ফেলে দিয়েছে ভয়াবহ মন্দায়। এসবই ট্রাম্পের পুনর্র্নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে ধীরে ধীরে ফিকে করে দিচ্ছে বলে মত অনেকের। ট্রাম্প ও তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে চীনের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছুড়লেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে কিছু বলছেন না; যাকে আগে বেশ কয়েকবারই মার্কিন প্রেসিডেন্ট 'বন্ধু' বলে অভিহিত করেছিলেন। বুধবার পরিচয় প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, মার্চের শেষদিকে দুই নেতার ফোনালাপে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রম্নতি থাকলেও দুই পক্ষের মধ্যে ওই 'যুদ্ধবিরতি মনে হয় শেষ হয়ে এসেছে'। করোনাভাইরাসের উৎপত্তি ও এর মোকাবিলায় পদক্ষেপ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তুমুল কথার লড়াই চলছে। করোনাভাইরাসজনিত অর্থনৈতিক ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র চীনের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে বলে কয়েকদিন আগে ট্রাম্প ইঙ্গিতও দিয়েছিলেন। ট্রাম্পের আশা, মৃতু্য এক লাখের নিচে থাকবে অন্যদিকে, করোনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাণহানির মুখোমুখি যুক্তরাষ্ট্র, মাত্র তিন মাসে ভিয়েতনাম যুদ্ধে মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ শক্তি দিয়েও করোনাকে ঠেকাতে পারছে না তারা। এবার এ ভাইরাসে মৃতু্যর সম্ভাব্য সংখ্যা নিয়ে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আশা, এক লাখের নিচেই থাকবে মৃতের সংখ্যা। করোনামুক্ত উহানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন এদিকে, ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে কোভিড-১৯ রোগের সূচনা হয়। উৎপত্তি চীনে হলেও বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী ভাইরাসটির দাপট এখনো না কমলেও উৎপত্তিস্থলে এটি নির্মূল হয়েছে। করোনায় গুরুতর আক্রান্ত কেউ নেই উহানে। এই সাফল্যে শহরটিকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত জানুয়ারিতে লকডাউন করা হয় উহান, প্রত্যাহার হয় এপ্রিলে। এই কয়েক মাসে কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার সুফল পায় শহরটি। ডবিস্নউএইচওর জরুরি স্বাস্থ্য কর্মসূচির কারিগরি প্রধান ড. মারিয়া ফন কারখোভ বলেন, 'উহানে গুরুতর আক্রান্ত আর কেউ নেই, খবরটা শুনে দারুণ লাগছে। মহামারির শুরুতে ওই শহরের সবচেয়ে ক্ষতি হয়েছিল। প্রশংসা ছাড়া আর কিছুই বলার নেই। উহানের মানুষের অক্লান্ত প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে