শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
যুক্তরাষ্ট্রে করোনা

মৃতু্যর মিছিল অর্ধলাখ ছাড়াল

মার্কিন কংগ্রেসে ৪৮৪ বিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ অনুমোদন সূর্যের তীব্র আলোতে ধ্বংস হয় করোনা : দাবি মার্কিন বিজ্ঞানীদের
যাযাদি ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২০, ০০:০০
আপডেট  : ২৫ এপ্রিল ২০২০, ১০:২১
আইসিইউতে এক রোগীর চিকিৎসা

প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃতু্য বাড়ছেই। আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটারের' তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটিতে মৃতু্যর মিছিল অর্ধলাখ ছাড়িয়েছে, যা বিশ্বব্যাপী মৃতের সংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি। বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্তও যুক্তরাষ্ট্রে। সেখানে এ পর্যন্ত প্রায় ৯ লাখ মানুষের শরীরে ধরা পড়েছে এ ভাইরাস। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৮৫ হাজারের বেশি। এখনো চিকিৎসাধীন অন্তত সাড়ে সাত লাখ। এদের মধ্যে ১৪ হাজার ৯৯৭ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। সংবাদসূত্র :সিএনএন, এএফপি, আল-জাজিরা গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে আক্রান্ত হয়েছে ২৭ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। আর মৃতু্য এক লাখ ৯২ হাজার ছাড়িয়েছে। এছাড়া বিশ্বব্যাপী এ পর্যন্ত সাত লাখ ৪৫ হাজার ৯০৫ জন করোনা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে। কংগ্রেসে ৪৮৪ বিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ অনুমোদন এদিকে, ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও দেশজুড়ে করোনা পরীক্ষা পরিকল্পনার অংশ হিসেবে ৪৮৪ বিলিয়ন (৪৮ হাজার ৪০০ কোটি) ডলারের ত্রাণ সহায়তা প্যাকেজের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভ)। বৃহস্পতিবার ৩৮৮-৫ ভোটের ব্যবধানে পাস হয় এ বিল। গত মঙ্গলবার হোয়াইট হাউসের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতার পর মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে পাস হয় এই ত্রাণ সহায়তা বিল। সেটি এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। শিগগিরই তিনি এ বিলে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। গত মার্চে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করতে বেতন সুরক্ষা প্রকল্পের নামে ৩৫ হাজার কোটি ডলার দিয়েছিল মার্কিন কংগ্রেস। পাঁচশরও কম কর্মীসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে বেতন দেওয়ার জন্য এই অর্থ বরাদ্দ হয়েছিল। কিন্তু অসংখ্য বড় প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে এই অর্থ বাগিয়ে নেওয়ার পথ খুঁজে নেয়। ফলে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় সেই অর্থ। এবার নতুন বিলে করোনা সংকট কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুরোদমে সচল না হওয়া পর্যন্ত ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে বেতন ব্যবস্থা চালু রাখতে প্রায় ৩২ হাজার কোটি ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া, গ্রামীণ জনপদ ও ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের মধ্যে ক্ষুদ্র ঋণদাতাদের মাধ্যমে আরও ছয় হাজার কোটি ডলার বিতরণ করা হবে। পাশাপাশি করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর জন্য আরও সাত হাজার ৫০০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। সূর্যের তীব্র আলোতে ধ্বংস হয় করোনা : দাবি বিজ্ঞানীদের অন্যদিকে, বিশ্বজুড়ে মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাস সূর্যের তীব্র আলোয় ধ্বংস হয় বলে দাবি করেছেন কয়েকজন মার্কিন বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে একটি গবেষণা তথ্য তুলে ধরে এই দাবি করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের করোনা টাস্কফোর্সের সদস্য ডেবোরাহ বার্কাস। উইলিয়াম ব্রায়ান বলেন, 'যুক্তরাষ্ট্রের সরকারি বিজ্ঞানীরা একটি গবেষণায় দেখেছেন, সূর্যের অতিবেগুনি রশ্মি করোনাভাইরাসের ওপর যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম।' তিনি বলেন, 'এখন পর্যন্ত আমাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভাইরাসকে বাতাসের মধ্যেই মেরে ফেলার ক্ষমতা রয়েছে সূর্যের আলোর। তাপমাত্রা ও আর্দ্রতার ওঠানামা করেও একই রকম ফল পাওয়া গেছে। গবেষণা অনুসারে, ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় (২০ শতাংশ আর্দ্রতা), করোনাভাইরাসটি মাত্র আধাঘণ্টার মধ্যে অর্ধেক হয়ে গেছে। দরজার হাতল এবং স্টেইনলেস স্টিলের ক্ষেত্রেও একই প্রভাব দেখা গেছে। আর্দ্রতাকে ৮০ শতাংশ বাড়ানোর পরেই দেখা গেছে, ছয় ঘণ্টার মধ্যে করোনা অর্ধেক জীবাণু ধ্বংস হয়েছে। এবার এই পরীক্ষাটিই যখন সূর্যের আলোর মধ্যে করা হয়েছে, তখন দেখা গেছে করোনার জীবাণুকে ধ্বংস করতে মাত্র দুই মিনিট সময় লেগেছে। ব্রায়ান জানান, মেরিল্যান্ডের ন্যাশনাল বায়োডিফেন্স অ্যানালাইসিস এবং কাউন্টার মেজরস সেন্টারে একটি গবেষণাও করা হয়েছে এই তথ্যের ওপর। এই গবেষণার ফলের ভিত্তিতে মার্কিন বিজ্ঞানীরা মনে করছেন, গরম যত বাড়বে, ততই ক্ষমতা কমতে থাকবে করোনার। তবে ব্রায়ান সতর্ক করে জানিয়েছেন, এর অর্থ এই নয় যে, করোনাভাইরাস গরমের সময়ে একবারে নির্মূল হয়ে যাবে এমন দাবি করা হচ্ছে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যাবতীয় বিধি-নিষেধগুলো মেনে চলতে হবে মানুষকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে