বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ডবিস্নউএইচও'র সতর্কবার্তা

বেশিরভাগ দেশ সংক্রমণের প্রাথমিক পর্যায়ে

যুক্তরাষ্ট্র তহবিল পুনর্বিবেচনা করবে, আশা টেড্রোসের বিশ্বস্বাস্থ্য সংস্থাকে তিন কোটি ডলার দিচ্ছে চীন
যাযাদি ডেস্ক
  ২৪ এপ্রিল ২০২০, ০০:০০
আপডেট  : ২৪ এপ্রিল ২০২০, ১০:৩৮
টেড্রোস অ্যাডহ্যানম গেব্রেইসুস

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ এখনই শেষ হচ্ছে না। মহামারি এ ভাইরাস গোটা পৃথিবীকে অচল করে রাখবে আরও অনেকদিন। কেননা বেশিরভাগ দেশ এখনো করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, কোনো ভুল করা যাবে না। করোনায় মৃতু্য এক লাখ ৮৫ হাজার পেরোনোর পর বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভাস্থ সদর দপ্তর থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাডহ্যানম গেব্রেইসুস। বিশ্বব্যাপী অনেক দেশ যখন অর্থনীতি বাঁচাতে লকডাউন শিথিল করা শুরু করেছে, তারই পরিপ্রক্ষিতে স্পষ্ট এই সতর্কবার্তা দিলেন তিনি। সংবাদসূত্র :রয়টার্স, এএফপি, আল-জাজিরা টেড্রোস বলেন, ?'বেশিরভাগ দেশ এখনো এই মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারিটি শুরু হওয়ার প্রথমদিকে যেসব দেশ আক্রান্ত হয়েছিল, সেসব দেশে নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।' তিনি বলেন, 'আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। কারণ এই ভাইরাস আমাদের সঙ্গে আরও দীর্ঘসময় ধরে থেকে যাবে।' যদিও পশ্চিম ইউরোপের কিছু দেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। এদিকে আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বাড়ছে। মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছে গোটাবিশ্ব। এরই মধ্যে এ ভাইরাস ২৬ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে। পাশাপাশি আক্রান্তদের মধ্যে মারা গেছে এক লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। কিন্তু অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে দেশগুলো লকডাউন শিথিল করাসহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম ভাইরাসটির সংক্রমণ দেখা দেয়। ভাইরাসটি মোকাবিলায় যথেষ্ট দ্রম্নত ডবিস্নউএইচও সাড়া দিয়েছে কিনা, সেই সমালোচনারও জবাব দেন টেড্রোস। তিনি বলেন, 'পেছনে ফিরে তাকালে আমার মনে হয়, আমরা সঠিক সময়েই স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করি। ভাইরাস মোকাবিলায় যথেষ্ট সময় পেয়েছে বিশ্ব।' যুক্তরাষ্ট্র তহবিল পুনর্বিবেচনা করবে, আশা ডবিস্নউএইচও'র এদিকে, যুক্তরাষ্ট্রের প্রশাসন তহবিল স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মহাপরিচালক টেড্রোস। তবে তার মূল মনোযোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি শেষ করা ও মানুষের জীবন বাঁচানো বলেও জানিয়েছেন তিনি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারি মোকাবিলার ক্ষেত্রে ডবিস্নউএইচও'র ভূমিকার সমালোচনা করেন এবং জাতিসংঘের আওতাধীন এই সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করছেন বলে জানান। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে ঠিক সময়ে ডবিস্নউএইচও'কে জানাতে ব্যর্থ হয়েছে, যুক্তরাষ্ট্র এটি প্রবলভাবে বিশ্বাস করে বলে বুধবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন। এ প্রসঙ্গে টেড্রোস বলেন, 'আশা করছি, তহবিল স্থগিত করার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং যুক্তরাষ্ট্র আবারও ডবিস্নউএইচওর কাজে সমর্থন দিয়ে জীবন বাঁচানো অব্যাহত রাখবে। আমার আশা, এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, যা শুধু অন্যদেরই সাহায্য করে না, যুক্তরাষ্ট্রবাসীদেরও নিরাপদ থাকতে সাহায্য করে।' বিশ্বস্বাস্থ্য সংস্থাকে তিন কোটি ডলার দিচ্ছে চীন অন্যদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থাকে তিন কোটি ডলার দিচ্ছে চীন। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ডবিস্নউএইচও'র বিভিন্ন কার্যক্রমে সহায়তা করতে এই অর্থ দেওয়া হচ্ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থাকে অনুদান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং। এক টুইট বার্তায় হুয়া চুনিং বলেন, 'উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষভাবে এই অনুদান দেওয়া হচ্ছে। এর আগে গত ১১ মার্চ আরও ২০ মিলিয়ন ডলার দিয়েছিল চীন। এদিকে, সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থাকে মাস্ক এবং করোনার টেস্ট কিট দেওয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। চীনের সামাজিক মাধ্যম 'উইবো'তে এক পোস্টে এই ধনকুবের ব্যবসায়ী জানিয়েছেন, তার এবং আলিবাবার পক্ষ থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে মাস্ক এবং টেস্ক কিট দেয়া হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ১০ কোটি ক্লিনিক্যাল মাস্ক, ১০ লাখ এন-৯৫ মাস্ক এবং ১০ লাখ করোনার টেস্ট কিট দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে