বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
২৪ ঘন্টায় মৃতু্য ৫০

ভারতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২০, ০০:০০
আপডেট  : ২৩ এপ্রিল ২০২০, ১০:২৩
সচেতনতা বাড়াতে সড়কে চিত্রাঙ্কন

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১১১। এর মধ্যে ৬৪৫ জনের মৃতু্য হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে অন্তত ৫০ জনের মৃতু্য হয়েছে। ভারতে এখন পর্যন্ত এটি একদিনে এ ভাইরাসে সর্বোচ্চ মৃতু্যর রেকর্ড। তবে গত কয়েকদিন ধরে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৯ দশমিক ৩৬ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন। সংখ্যার হিসাবে একদিনে করোনার থাবা থেকে রক্ষা পেয়েছেন মোট ৬১৮ জন। ভাইরাসটি থাবা বসিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে দিলিস্নর বৃহৎ পাইকারি সবজির বাজার আজাদপুরেও। এরইমধ্যে রাষ্ট্রপতি ভবনের শতাধিক কর্মীকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এদিকে, করোনার আক্রমণে রীতিমতো হিমশিম খাচ্ছে উত্তরপ্রদেশ সরকার। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ রাজ্য সরকার ঘোষণা করে, করোনা সংক্রমণের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দিলিস্ন ও উত্তরপ্রদেশের নয়ডার মধ্যবর্তী সীমান্ত এলাকা পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। দিলিস্নতে এখনও পর্যন্ত দুই হাজারেরও বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী রয়েছে। নয়ডায় গৌতম বুদ্ধ নগর এলাকায় প্রায় শখানেক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহে ভারতে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এরপর থেকে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, রোগী শনাক্তে ভুল ফল আসার পর করোনারর্ যাপিড টেস্ট বাতিল করেছে ভারত। দেশটির মেডিক্যাল গবেষণার প্রধান প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ভারতের সব রাজ্যকের্ যাপিড টেস্ট আগামী দুইদিন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে