শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
করোনায় আক্রান্ত-মৃতু্য

চীনের সংখ্যা নিয়ে ঘোর সন্দেহ ট্রাম্পের

গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পর এ মন্তব্য এলো
যাযাদি ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২০, ০০:০০
আপডেট  : ০৩ এপ্রিল ২০২০, ১১:১৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতু্যর সরকারি সংখ্যা নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বেইজিংয়ের হিসাব সেখানকার বাস্তব পরিস্থিতির চেয়ে 'ভালো দেখাচ্ছে'। বুধবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। সংবাদসূত্র :রয়টার্স একই ব্রিফিংয়ে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন বলেন, 'চীনের দেওয়া আক্রান্ত ও মৃতু্যর হিসাব সঠিক কিনা, তা জানার কোনো উপায় নেই।' বেইজিংয়ের তথ্যে রিপাবলিকান দলের শীর্ষ এক আইনপ্রণেতার সন্দেহ প্রকাশ এবং চীন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পর ট্রাম্প ও তার উপদেষ্টার এ মন্তব্য এলো। ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকেই প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রে এখন কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনের তুলনায় অনেক বেশি। তবে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি এখনো ইতালিতে; দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার ৫৭৪ জন হলেও প্রাণ হারিয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। দেশটির করোনা টাস্ক ফোর্সের নিয়মিত ব্রিফিংয়ে বুধবার ট্রাম্প বলেন, তিনি চীনের হিসাব নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন দেখেননি। তিনি বলেন, 'আমরা যা দেখেছি এবং যেসব তথ্য পেয়েছি, তাতে (চীনের) সংখ্যাকে বাস্তবের তুলনায় খানিকটা ভালো মনে হচ্ছে।' মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে বেইজিং কী করে করোনাভাইরাস মোকাবিলা করল, তা নিয়ে আলোচনা হলেও তাদের মধ্যে সংখ্যা বিষয়ে কথা হয়নি।' করোনাভাইরাস নিয়ে ট্রাম্প এর আগে কয়েক দফা চীনের বিরুদ্ধে তোপ দাগলেও জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর থেকে সেই সুর খানিকটা নরম হয়ে এসেছে। ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, 'চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক চমৎকার এবং উভয়পক্ষই চলতি বছরের শুরুতে হওয়া কয়েকশ কোটি ডলারের বাণিজ্য চুক্তি অটুট রাখার ব্যাপারে আন্তরিক। তবে তাদের দেওয়া সংখ্যা সঠিক কি ভুল, এটা বলা কঠিন।' একই ব্রিফিংয়ে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা বলেন, 'চীন থেকে আসা সংখ্যা সঠিক কিনা তা নিশ্চিত করার মতো অবস্থায় নেই ওয়াশিংটন। ওই সংখ্যা অনেক কম বলে অনেকগুলো প্রতিবেদন জনসম্মুখে এসেছে। আপনারা চীনের সামাজিক মাধ্যমগুলো থেকে আসা প্রতিবেদনগুলোও দেখতে পারেন। সেসব সংখ্যা সঠিক কিনা তা বলার উপায় নেই আমাদের।' এর আগে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের পররাষ্ট্র বিষয়ক কমিটির রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাকনল বেইজিংয়ের বিরুদ্ধে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লুকানোর অভিযোগ এনেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে