logo
মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ০২ এপ্রিল ২০২০, ০০:০০  

পুতিনের সঙ্গে হাত মেলানো চিকিৎসক করোনায় আক্রান্ত

পুতিনের সঙ্গে হাত মেলানো চিকিৎসক করোনায় আক্রান্ত
ডেনিস প্রোৎসেঙ্কো ও ভস্নাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে এক সপ্তাহ আগে মস্কোর একটি করোনাভাইরাস হাসপাতাল ঘুরিয়ে দেখানো চিকিৎসক ডেনিস প্রোৎসেঙ্কো কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার প্রোৎসেঙ্কো নিজেই তার দেহে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদসূত্র : রয়টার্স

মস্কোর কমুনারকা হাসপাতাল পরিদর্শনে এসে গত সপ্তাহের মঙ্গলবার পুতিন এই চিকিৎসকের সঙ্গে কথা বলার পাশাপাশি হাতও মিলিয়েছিলেন। সে সময় তারা কেউও সুরক্ষা সরঞ্জাম পরিহিত ছিলেন না বলে টেলিভিশন ফুটেজে দেখা গেছে।

মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে প্রোৎসেঙ্কো বলেন, 'হঁ্যা, পরীক্ষায় আমার দেহে করোনাভাইরাস ধরা পড়েছে, কিন্তু আমি বেশ ভালো বোধ করছি। কার্যালয়েই আমি নিজেকে আলাদা করে রেখেছি। মনে হয়, চলতি মাসে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার যে উলস্নম্ফন ঘটেছে, এতেই এই ভালো বোধ হচ্ছে।'

এদিকে, ক্রেমলিন জানিয়েছে, পুতিন করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে এবং 'এখন পর্যন্ত সব ঠিক আছে'। কোভিড-১৯ ও অন্যান্য সব অসুস্থতা থেকে রুশ প্রেসিডেন্টকে সার্বক্ষণিকভাবে সুরক্ষিত রাখা হচ্ছে বলেও এর আগে ক্রেমলিন আশ্বস্ত করেছিল।

গত সপ্তাহে পুতিন মস্কোর ওই হাসপাতালটি পরিদর্শনে গিয়ে রোগী দেখার আগে আগে হেজমাট সু্যট গায়ে জড়িয়েছিলেন, লাগিয়েছিলেন রেসপিরেটরও। যদিও প্রোৎসেঙ্কোর সঙ্গে বৈঠকের সময় তার শরীরে এসব সুরক্ষা সরঞ্জাম কিংবা মাস্ক বা গস্নাভসের কিছুই ছিল না। ওই সাক্ষাৎপর্বে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে দুইজন ছবিও তুলেছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে