শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অ্যান্টার্কটিকার বিশাল 'আইস ক্যাপ' গায়েব

যাযাদি ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সাম্প্রতিক তাপপ্রবাহে অ্যান্টার্কটিকা মহাদেশের বিস্তীর্ণ এলাকার বরফ গলে পানি হয়ে গেছে। আর এর জন্য সময় লেগেছে মাত্র ৯ দিন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসার স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) ছবিতে ধরা পড়েছে

উদ্বেগজনক এ দৃশ্য।

ঈগল আইল্যান্ডের বিশাল এলাকাজুড়ে থাকা বরফ গলেছে গত ৪ থেকে ১৩ ফেব্রম্নয়ারির মধ্যে। বিজ্ঞানীদের ধারণা, এত বিপুল পরিমাণ বরফ গলার কারণ চলতি মাসের শুরুর দিকের তাপপ্রবাহ। এ সময়ের মধ্যেই অ্যান্টার্কটিকার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নাসার স্যাটেলাইট ল্যান্ডস্যাট ৮-এর ধারণ করা ছবিতে দেখা যায়, ৪ ফেব্রম্নয়ারি ওই দ্বীপটি বরফে সাদা হয়ে আছে। কিন্তু ১৩ ফেব্রম্নয়ারির ছবিতে সাদার পরিবর্তে নীল রঙের পানি ও ধূসর মাটি দেখা

গেছে সেখানে।

নাসার তথ্যমতে, মাত্র ৯ দিনের ব্যবধানে ঈগল আইল্যান্ডের অন্তত ২০ শতাংশ বরফ গলে গেছে, যার উচ্চতা ছিল অন্তত চার ইঞ্চি।

গত ৬ ফেব্রম্নয়ারি অ্যান্টার্কটিকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৬৪ দশমিক ৯ ডিগ্রি ফারেনহাইট (১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস), যা এ অঞ্চলের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। ওই সপ্তাহের গড় তাপমাত্রাও ছিল স্বাভাবিকের চেয়ে উষ্ণ। সংবাদসূত্র: ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89688 and publish = 1 order by id desc limit 3' at line 1