বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০
প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ড

ক্ষমতায় ফেরার স্বপ্নে

নির্বাচন ঘোষণা

যাযাদি ডেস্ক

আবারও নির্বাচিত হওয়ার আশা নিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার জানিয়েছেন তিনি। বিদেশে ব্যাপক জনপ্রিয় এই প্রধানমন্ত্রী নির্বাচনী পরীক্ষায় দেশের মানুষের সমর্থন পাবেন কি না তা জানা

যাবে সাত মাস পর।

২০১৭ সালে জেসিন্ডার নেতৃত্বাধীন দেশটির মধ্য-বামপন্থি লেবার পার্টি নিউজিল্যান্ডের ক্ষমতায় আসে। দ্বিতীয় মেয়াদে আবারও ক্ষমতায় আসতে চায় তার দল।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কিউই প্রধানমন্ত্রী বলেন, 'আমি দেশের স্থিতিশীলতা, শক্তিশালী অর্থনীতি ও অগ্রগতির ধারা বজায় রাখার স্বার্থে নিউজিল্যান্ডের নাগরিকদের প্রতি আমার নেতৃত্ব, বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। নিউজিল্যান্ড যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তা দীর্ঘমেয়াদে সমাধানের জন্য এই সমর্থন দরকার।'

ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দেশ বদলে দেয়ার ইতিবাচক বার্তা দিয়ে ২০১৭ সালের নির্বাচনী প্রচারণায় চমক দেখিয়ে ক্ষমতায় আসেন জেসিন্ডা আরডার্ন। জলবায়ু পরিবর্তন, বৈচিত্রতা ও নারী অধিকারের বিষয়ে ইতিবাচক মতাদর্শের জন্য তখন থেকেই বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন ৩৯ বছর বয়সী এই প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে মা হয়েছেন তিনি। গত বছর ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় দেশটিতে বসবাসরত সংখ্যালঘু মুসলমানদের প্রতি সহমর্মিতা জানিয়ে ব্যাপক প্রশংসিত হন তিনি। মসজিদে হামলার এই ঘটনার

পর দেশটির অস্ত্র আইন

কঠোর করেন জেসিন্ডা।

সংবাদসূত্র : এএফপি, আল-জাজিরা

পেছনে রাশিয়া

চীন দ্বিতীয় বৃহত্তম অস্ত্র

উৎপাদনকারী দেশ

যাযাদি ডেস্ক

রাশিয়াকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ। স্টকহোমভিত্তিক 'ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট' সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনকে সংশোধন করে এ তথ্য

জানিয়েছে সংস্থাটি।

ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট আগের প্রতিবেদনে চীনা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোকে বাদ রেখেছিল। এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট তথ্য ছিল না। ফলে রাশিয়াকে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে রেখেছিল। যুক্তরাষ্ট্র যথারীতি বিশ্বের এক নম্বর অস্ত্র উৎপাদনকারী দেশের তালিকায় রয়েছে।

স্টকহোমভিত্তিক সংস্থাটি ২০১৭ সালের প্রতিবেদনে বলেছে, চীনের চারটি তালিকাভুক্ত কোম্পানি পাঁচ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ওই বছর রাশিয়া বিক্রি করে তিন হাজার ৭০

কোটি ডলারের অস্ত্র।

চলতি বছর বিশ্বের যে ১০টি কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করেছে, তার ভেতরে চীনা কোম্পানি ছিল তিনটি। ওই বছর বিশ্বের বড় ১০টি অস্ত্র কোম্পানি ২৮ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল।

সংবাদসূত্র : এএফপি, পার্স টুডে

তালেবান-যুক্তরাষ্ট্রের

আলোচনা স্থগিত

যাযাদি ডেস্ক

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে যে আলোচনা চলছিল, তা স্থগিত হয়ে গেছে বলে আফগান সূত্রগুলো জানিয়েছে। সাবেক তালেবান নেতা ও আফগান সর্বোচ্চ শান্তি পরিষদের সভাপতি সাইদ আকবার আগা বলেছেন, দোহায় তালেবান প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন সরকারের বিশেষ প্রতিনিধির চলমান বৈঠক

স্থগিত হয়ে গেছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সহিংসতা বন্ধ করার জন্য তালেবানের প্রতি যে আহ্বান জানিয়েছিল, এ গোষ্ঠী তা প্রত্যাখ্যান করার পর

আলোচনা বন্ধ হয়ে গেছে।

এমন সময় দোহা আলোচনা স্থগিত করা হলো, যখন আফগানিস্তানের গজনি প্রদেশে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তালেবান বিমানটি গুলি করে ভূপাতিত করার দাবি করলেও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে।

সাইদ আরও জানান, আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর মার্কিন প্রতিনিধিদলের প্রধান জালমাই খালিলজাদ দোহা ত্যাগ করেছেন। তিনি কাবুল অথবা ব্রাসেলস গিয়ে থাকতে পারেন বলে জানান আফগান সর্বোচ্চ শান্তি

পরিষদের সভাপতি।

এর আগেও আফগানিস্তানে তালেবান হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার পর দু'পক্ষের মধ্যে আলোচনা স্থগিত হয়ে গিয়েছিল।

সংবাদসূত্র : পার্স টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86388 and publish = 1 order by id desc limit 3' at line 1