শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
পাখির চোখ যুক্তরাষ্ট্রে

ট্রাম্পের অভিশংসনের বিচার সিনেটে শুরু হচ্ছে আজ

রিপাবলিক সংখ্যাগরিষ্ঠ হওয়ায় উচ্চকক্ষে উৎরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসনে দুই-তৃতীয়াংশ সিনেটরের ভোট লাগবে
যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২০, ০০:০০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের চূড়ান্ত বিচারপ্রক্রিয়া দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শুরু হতে যাচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হচ্ছেন তৃতীয় প্রেসিডেন্ট, যাকে অভিশংসন নিয়ে সিনেটে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। এ দিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের বিচারের দিকে 'পাখির চোখ' করে রেখেছে বিশ্ববাসী। সংবাদসূত্র: বিবিসি, সিএনএন

এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের অভিশংসনের বিচার শুরু করতে শপথ নেন ১০০ জন সিনেটর। নিরপেক্ষ বিচারের লক্ষ্যে তাদের জুরি হিসেবে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এই সিনেটররা সিদ্ধান্ত নেবেন ট্রাম্পকে অভিশংসন করা হবে কি হবে না। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। এরপরই তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চকক্ষ সিনেটে ওঠে। শপথের পর রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল বিচারপূর্ব প্রক্রিয়া মূলতবি করেন এবং বিচার শুরুর ঘোষণা দেন।

এদিকে মার্কিন সিনেটে প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্থাপিত অভিশংসনের অভিযোগগুলোকে বেআইনি ও গণতন্ত্রের ওপর 'বিপজ্জনক আক্রমণ' বলে অভিহিত করেছে ট্রাম্পের আইনজীবী দল। হোয়াইট হাউসের 'কাউন্সেল' (বিশেষ উপদেষ্টা) প্যাট সিপোলোনে ও ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলোর নেতৃত্বাধীন দলটি শনিবার দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কড়া সমালোচনা করে।

অভিযোগের সপক্ষে ডেমোক্রেটদের যুক্তিতর্কসংবলিত নথি জমা দেওয়ার পর প্রেসিডেন্টের আইনজীবী দলের এ প্রতিক্রিয়া আসে। মামলায় বাদীপক্ষ প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট অভিযোগ আনতে ব্যর্থ হয়েছে এবং এ প্রক্রিয়া আদতে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের 'নির্লজ্জ' চেষ্টা বলেও মন্তব্য করেছে দলটি।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। তবে ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিক ভোটাভুটির পর অভিশংসন-সংক্রান্ত প্রস্তাব ও নথিপত্র সিনেটে পাঠানো হয়। ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের পক্ষে ২২৮টি আর বিপক্ষে পড়ে ১৯৩টি ভোট।

যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন। এর আগে অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে উৎরে যান। সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার ট্রাম্পও বিচারে জয়ী হয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য সিনেটের দুই-তৃতীয়াংশ ভোট লাগবে।

উলেস্নখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গত বছরের ২৫ জুলাই টেলিফোনে আলাপচারিতা থেকে অভিশংসনের সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে, সে সময় আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী জো বাইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তার ছেলে হান্টার বাইডেনের অতীত ব্যবসার ব্যাপারে তদন্তের জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। 'হুইসেলবেস্নায়ার' বা হাটে হাঁড়িভাঙা ব্যক্তির মাধ্যমে এ ঘটনা প্রথম সামনে আসে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করে প্রতিনিধি পরিষদ। পরে গত বছরের ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85231 and publish = 1 order by id desc limit 3' at line 1