শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
অভিশংসনের সব অভিযোগ বেআইনি

অভিশংসনের সব অভিযোগ বেআইনি

গণতন্ত্রের ওপর আক্রমণ ও নির্বাচনে হস্তক্ষেপের নির্লজ্জ চেষ্টা বলেও মন্তব্য তাদের বিচার ছাড়াই ট্রাম্প চিরতরে অভিশংসিত :পেলোসি
যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২০, ০০:০০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন সিনেটে প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্থাপিত অভিশংসনের অভিযোগগুলোকে বেআইনি ও গণতন্ত্রের ওপর 'বিপজ্জনক আক্রমণ' বলে অভিহিত করেছে ট্রাম্পের আইনজীবী দল। মামলায় বাদিপক্ষ প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট অভিযোগ আনতে ব্যর্থ হয়েছে এবং এ প্রক্রিয়া আদতে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের 'নির্লজ্জ' চেষ্টা বলেও মন্তব্য করেছে দলটি। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি

হোয়াইট হাউসের 'কাউন্সেল' (বিশেষ উপদেষ্টা) প্যাট সিপোলোনে ও ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলোর নেতৃত্বাধীন দলটি শনিবার দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এভাবেই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কড়া সমালোচনা করেছে। অভিশংসনের অভিযোগের স্বপক্ষে ডেমোক্রেটদের যুক্তিতর্ক সংবলিত নথি জমা দেওয়ার পর প্রেসিডেন্টের আইনজীবী দলের এ প্রতিক্রিয়া এলো।

আগামীকাল (মঙ্গলবার) থেকে কংগ্রেসের উচ্চকক্ষে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হচ্ছেন তৃতীয় প্রেসিডেন্ট, যাকে অভিশংসন নিয়ে সিনেটে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ।

রিপাবলিকান এ প্রেসিডেন্ট অবশ্য শুরু থেকেই কোনো ধরনের অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। অভিশংসন মামলাকে 'ধাপ্পাবাজি' বলেও আখ্যা দিয়েছেন তিনি। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের সদস্যরা অভিশংসন মামলায় জুরির দায়িত্ব পালন করবেন। বিচারে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

শনিবার জমা দেওয়া প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট প্রতিনিধিদের ১১১ পৃষ্ঠার সংক্ষিপ্ত যুক্তিতর্কে 'বিশ্বস্ততার সঙ্গে আইন মেনে চলার শপথ ভঙ্গকারী ও জনসাধারণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা' করা প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়।

ট্রাম্পের কর্মকান্ডকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের জন্য 'সবচেয়ে বাজে দুঃস্বপ্ন' বলেও অভিহিত করেছেন তারা। তাদের ভাষ্যমতে, 'আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তার গুরুতর ও দীর্ঘমেয়াদি ক্ষতি এড়াতে প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা ও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্থাপিত মামলাটি সরল, ঘটনাগুলো বিতর্কের ঊর্ধ্বে, প্রমাণও যথেষ্ট।'

ট্রাম্পের আইনজীবী দল যে ছয় পৃষ্ঠার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে, তাকেই বিচারে তাদের অবস্থানের সারমর্ম হিসেবে দেখা হচ্ছে। সিপোলোনে ও সেকুলো নেতৃত্বাধীন দলটি তাদের প্রতিক্রিয়ায় বলেছে, বিচারে তারা অভিশংসনের অভিযোগগুলোকে প্রক্রিয়াগত ও সাংবিধানিক উভয় দিক থেকেই মোকাবিলা করবে।

এই আইনজীবী দল বলেছে, প্রেসিডেন্ট কোনো অন্যায় তো করেনইনি, উল্টো তার সঙ্গেই যে অন্যায্য আচরণ করা হয়েছে, শুনানিতে তাও খোলাসা করা হবে। প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের আনা অভিশংসনের অভিযোগ অবাধে প্রেসিডেন্ট বেছে নেয়ার মার্কিন জনগণের অধিকারের ওপর বিপজ্জনক আক্রমণ। তাদের মতে, '২০১৬ সালের নির্বাচনী ফল পাল্টে দেওয়া এবং কয়েক মাস পর হতে যাওয়া ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের একটি নির্লজ্জ ও বেআইনি চেষ্টা এটি।' ট্রাম্প 'সুনির্দিষ্ট করে ও দ্ব্যর্থহীনভাবে' তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করছেন বলেও আইনজীবীরা জানিয়েছেন। অভিশংসনের অভিযোগগুলোতে প্রেসিডেন্টের 'কোনো অপরাধ কিংবা আইনের লঙ্ঘনের' পক্ষে যুক্তি হাজিরে ব্যর্থ হয়েছে বলেও মত ট্রাম্প ও তার আইনজীবীদের। তাদের মতে, 'এটা একটি বিশৃঙ্খল প্রক্রিয়ার ফসল যা স্বাভাবিক প্রক্রিয়া ও মৌলিক ন্যায্যতাকে লঙ্ঘন করেছে।'

ট্রাম্প সিনেটের বিচারে তার পক্ষে লড়া আইনজীবী দল চূড়ান্ত করার একদিন পর অভিযোগ নিয়ে 'ডিফেন্স টিমের' এ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো। প্রেসিডেন্টের এ আইনজীবী দলে পূর্বসুরি বিল ক্লিনটনের অভিশংসন বিচারের সময় প্রেসিডেন্টের পক্ষে থাকা আইনজীবীকেও রাখা হয়েছে।

বিচার ছাড়াই ট্রাম্প চিরতরে

অভিশংসিত : পেলোসি

এদিকে, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, 'সিনেটের অভিশংসনের বিচারের ফল বিবেচনা ছাড়াই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিরতরে অভিশংসিত।' শনিবার 'এইচবিও' টিভি চ্যানেলে 'রিয়েল টাইম উইথ বিল মাহির' নামের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের উদ্দেশে পেলোসি বলেন, 'আপনি চিরতরে অভিশংসিত। সিনেটের বিচার কী হবে না হবে, সেটা কোনো বিষয় নয়।' তিনি আরও বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প যদি এ অনুষ্ঠান দেখেন, তাহলে আমি তাকে বলব, তিনি চিরতরে অভিশংসিত। কারণ, ট্রাম্প তার ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা লুটতে একটি দেশকে প্রভাবিত করতে প্রেসিডেন্ট অফিসকে ব্যবহার করেছেন। আর এটা করতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেছেন। দেশের সংবিধান রক্ষার শপথে তিনি অসৎ ছিলেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85061 and publish = 1 order by id desc limit 3' at line 1