বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
বৃষ্টিতে বন্যার আশঙ্কা

দাবানলে পোড়া সিডনিতে প্রবল বর্ষণে স্বস্তি

যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০
সিডনিতে প্রবল বর্ষণ স্বস্তি এনে দেয়

অস্ট্রেলিয়ায় চার মাস ধরে চলা ভয়াবহ দাবানলের মধ্যে এবার সবচেয়ে বড় শহর সিডনিতে স্বস্তি এনে দিয়েছে প্রবল বৃষ্টি। কয়েক মাস ধরে যার দেখা ছিল না, সেই কাঙ্ক্ষিত ঘনঘোর বর্ষার এমন রূপ দেখে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসেছে নগরবাসী। তবে স্বস্তির বৃষ্টিতে দাবানলের উত্তাপ কিছুটা কমলেও এবার দেখা দিয়েছে নতুন বিপদ। শনিবার দেশটির পূর্ব উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সংবাদসূত্র : নিউইয়র্ক টাইমস, বিবিসি

গত সেপ্টেম্বর থেকে ধরে দাউ দাউ করে জ্বলছে অস্ট্রেলিয়ার বন-জঙ্গল। আগুনের বলয়ে আটকা পড়েছে বহু মানুষ। মৃতু্য হয়েছে অন্তত ২৪ জনের। তাপমাত্রা সময়ে সময়ে অসহনীয় হয়েছে। দমকলকর্মীরা আগুনের সঙ্গে লড়াই করতে করতে হয়েছে ক্লান্ত-শ্রান্ত। খরায়, দাবনলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরাও।

অবশেষে বৃষ্টি থইথই পানিতে চারদিক ভরিয়ে দিয়ে প্রতিটি মানুষকেও আনন্দের বন্যায় ভাসিয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি এবং এর আশপাশের বিস্তীর্ণ এলাকাসহ উত্তর উপকূলের দাবানলে পুড়ে ছারখার হওয়া এলাকাগুলোতে শুক্রবার বজ্রবিদু্যৎসহ এ ঝড়বৃষ্টি হয়েছে। ভিক্টোরিয়া এবং কুইসল্যান্ডেও দাবানলের আগুন নিভিয়ে দিয়ে ঝরেছে অঝোর ধারায় বৃষ্টি।

এসব এলাকায় চলতি সপ্তাহজুড়েই আরও বৃষ্টির পূর্ভাবাস আছে। আগামী রোববারের মধ্যে ৩০ থেকে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বু্যরো। শুক্রবার বৃষ্টি প্রথমে ফোঁটা ফোঁটা করে পড়া থেকে শুরু করে পরে চার ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়েছে। যদিও গোটা অস্ট্রেলিয়ার দাবানল থামাতে এ বৃষ্টি যথেষ্ট নয়। কারণ, দেশটির দক্ষিণের অনেক অঞ্চলে এখনো দাবানল নিয়ন্ত্রণে আসেনি। তারপরও আপাতত কয়েকটি জায়গায় ভারী বর্ষণের কারণে প্রাণঘাতী আগুন নিভে গেছে, রাস্তা হয়েছে কর্দমাক্ত। তাই স্বভাবিকভাবেই অনেকেই খুশি হয়েছে।

অপ্রত্যাশিত এ বৃষ্টির দৃশ্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। স্থানীয়রা উচ্ছ্বাস নিয়ে একের পর এক ছবি, ভিডিও শেয়ার করেছে। সিডনির উত্তরে স্বেচ্ছাসেবী দমকল ব্রিগেডের এক গ্রম্নপ ক্যাপ্টেন রে হোয়াইটের কথায়, 'এ বৃষ্টি এক স্বস্তি, এর বদৌলতে এখানে এ মুহূর্তে সব আগুনই নিয়ন্ত্রণে চলে এল।'

তবে খুশি-আনন্দের পাশাপাশি বৃষ্টির কারণে মানুষকে পোহাতে হয়েছে কিছু সমস্যাও। সিডনিতে বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল, সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিতে ছাই এবং অবর্জনা ভেসে গিয়ে জলাধারে পড়ায় অনেক এলাকাতেই পানি সরবরাহ নিয়ে ঝুঁকি সৃষ্টি হয়েছে। সিডনির ৮০ শতাংশ পানি সরবরাহকারী জলাধার ওয়ারাগাম্বা বাঁধে পানি দূষণমুক্ত করার চেষ্টা চলছে।

আবহাওয়া ও দমকল কর্মকর্তারা এই বৃষ্টিকেই দেশটির দাবানলের দাওয়াই ভাবার কোনো কারণ নেই বলে সতর্ক করেছেন। ভিক্টোরিয়ায় এখনো কয়েক জায়গায় আগুন জ্বলছে বলে জানিয়েছেন রাজ্য কর্মকর্তারা। নিউ সাউথ ওয়েলসের বরফময় পর্বতের কাছের এলাকাগুলোতেও জ্বলছে আগুন। সেখানে বৃষ্টির প্রভাব ততটা পড়েনি। একই পরিস্থিতি বিরাজ করছে কয়েকটি উপকূলীয় শহরেও। উত্তর-পূর্ব দিকে বৃষ্টিপাতে বন্যার সম্ভাবনা দেখা দিলেও অস্ট্রেলিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে এখনো তান্ডব চালাচ্ছে দাবানল। ক্যাঙারু আইল্যান্ডে এখনো ছিটেফোঁটাও বৃষ্টি নামেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84978 and publish = 1 order by id desc limit 3' at line 1