শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
তেহরানে বিমান ভূপাতিত

মার্কিন যুদ্ধবিমান ওড়ার খবরে ঘাবড়ে যায় ইরান :রাশিয়া

যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০
মার্কিন যুদ্ধবিমান ওড়ার খবরে ঘাবড়ে যায় ইরান :রাশিয়া
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

ইউক্রেনীয় বিমান ভূপাতিত করা নিয়ে বিশ্বজুড়ে তোপের মুখে রয়েছে ইরান। এরই মধ্যে শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন সীমান্তে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ওড়ার খবরে তেহরান ঘাবড়ে গিয়েছিল। সংবাদসূত্র: রয়টার্স

ল্যাভরভ বলেন, 'মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানের সীমান্তে অন্তত ছয়টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান উড়ছিল। যদিও এই তথ্য সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। গত ৮ জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ভুল করে ইরানের বিপস্নবী বাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়।

এ ঘটনায় তেহরান থেকে কিয়েভ হয়ে টরন্টোগামী বিমানটি বিধ্বস্ত হয়ে ১৭৬ আরোহী নিহত হন। নিহতদের মধ্যে ১৪৭ জনই ইরানি নাগরিক। বাকি ২৯ জন ইউক্রেন, কানাডা, সুইডেন, আফগানিস্তান ও যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। শুরুতে কারিগরি ত্রম্নটিতে বিমানটি বিধ্বস্ত হয়ে দাবি করলেও শেষ পর্যন্ত ইরান স্বীকার করে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়।

দায় স্বীকার করে ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছিল, দেশের আশপাশে 'মার্কিন সন্ত্রাসী বাহিনীর' যুদ্ধবিমানের আনাগোনা বেড়ে যাওয়ার কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছিল। এ অবস্থায় ইউক্রেনের যাত্রীবাহী বিমান ইরানের একটি স্পর্শকাতর স্থাপনার আকাশসীমায় চলে আসায় ভুল করে সেটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ল্যাভরভ বিমান ভূপাতিত করার ঘটনাকে 'মনুষ্যোচিত ভুল' বলে উলেস্নখ করেছেন। তবে তিনি বলেন, 'যা ঘটেছে সেটির কোনো অজুহাত তিনি দাঁড় করাতে চাইছেন না। কিন্তু কোন্‌ পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, তা অনুধাবন করা গুরুত্বপূর্ণ। এমন সময় ঘটনাটি ঘটেছে, যখন ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা পালটা সামরিক হামলার আশঙ্কা করছিল।'

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'গোয়েন্দা তথ্যে জানা গেছে, ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা করছিল। কিন্তু তারা জানত না, কীভাবে এই হামলা চালানো হবে। আমি জোর দিতে বলতে চাই, এমন পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে