শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

দুতাতের্র হুশিয়ারি

দক্ষিণ চীন সাগরে যুদ্ধ

বেধে যেতে পারে

যাযাদি ডেস্ক

দক্ষিণ চীন সাগরে চীনা সরকারকে সংযত আচরণ করতে বলেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতাতের্। তিনি বলেছেন, ‘চীন সংযত আচরণ না করলে যেকোনো সময় চলমান উত্তেজনা আকস্মিক যুদ্ধে

রূপ নিতে পারে।’

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ‘মালাকানাং প্যালেসে’ মঙ্গলবার ভাষণ দেয়ার সময় দুতাতের্ জানান, তীব্র প্রতিযোগিতাপূণর্ অঞ্চলটি যুদ্ধের সূতিকাগারে রূপান্তর হতে পারে। তিনি বলেন, ‘আশা করি, চীন অন্তত তাদের আচরণ সংযত করবে। আমি চীনের সঙ্গে ঝগড়া করতে চাই না।’

দক্ষিণ চীন সাগর নিয়ে কয়েক দশক ধরে আঞ্চলিক দ্ব›েদ্ব জড়িয়ে পড়েছে ফিলিপাইন ও চীন। তা ছাড়া, এই সাগরের মালিকানা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রæনেইয়েরও দ্ব›দ্ব রয়েছে।

এই সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে তারা ‘স্প্রাটলি’ ও ‘প্যারাসেল’ নামের দুটি কৃত্রিম দ্বীপ বানিয়েছে। সংবাদসূত্র : সিএনএন

পানির অপচয়

ট্রাম্প টাওয়ারের বিরুদ্ধে

পরিবেশ আইনে মামলা

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের অ্যাটনির্ জেনারেল। মঙ্গলবার কুক কাউন্টি সাকির্ট কোটের্ মঙ্গলবার অ্যাটনির্ জেনারেল লিসা ম্যাডিগ্যান এই মামলা করেন।

অভিযোগ করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই শিকাগো নদী থেকে লাখ লাখ গ্যালন পানি উত্তোলন ও পরিশোধন করছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। এছাড়া এ ধরনের কাযর্ক্রমে নদীর মাছের ওপর কী প্রভাব পড়বে, আইনে সে বিষয়ে গবেষণার যে নিদের্শনা দেয়া হয়েছে

প্রতিষ্ঠানটি তাও করছে না।

ম্যাডিগ্যান এক বিবৃতিতে বলেন, ‘প্রতিদিন শিকাগো নদী থেকে ট্রাম্প টাওয়ার বিনা অনুমতিতে এবং নদীর বাস্তুব্যবস্থায় এর কী প্রতিক্রিয়া হবে, তা নিরীক্ষা না করেই লাখ লাখ গ্যালন পানি নিচ্ছে।’ তিনি বলেন, ‘ট্রাম্প টাওয়ার যাতে আইন ভঙ্গ অব্যাহত না রাখতে পারে, সেজন্য আমি মামলা করেছি।’

ট্রাম্প অগার্নাইজেশনের এক মুখপাত্র জানিয়েছেন, মামলাটি রাজনৈতিক ?উদ্দেশ্য প্রণোদিত। মুখপাত্র জ্যানেট ইসাবেলি বলেন, এ ঘটনায় ট্রাম্প অগার্নাইজেশন ‘হতাশ’।

সংবাদসূত্র : রয়টাসর্

ভারতের ওড়িশা

১০ বছর ধরে চিঠি বিলি

করেননি ডাকপিয়ন!

যাযাদি ডেস্ক

ভারতের এক ডাকপিয়ন গত ১০ বছরে হাজার হাজার চিঠি বিলি না করে একটি স্থানে জমিয়ে রেখেছেন। কাজে ফঁাকি দিয়ে প্রায় ছয় হাজার চিঠি জমানোর অভিযোগে সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির ওড়িশা রাজ্যের ওধাঙ্গা গ্রামে চিঠি বিলির দায়িত্বে ছিলেন ওই ডাকপিয়ন।

সম্প্রতি একটি পরিত্যক্ত ডাকঘরে স্কুলের বাচ্চারা খেলতে গিয়ে ঘটনাক্রমে ওই চিঠি ও প্রিয়জনদের কাছে পাঠানো নানা জিনিসপত্রের প্যাকেট দেখতে পায়। ওই ডাকঘরটি কয়েকদিন আগেই নতুন স্থানে স্থানান্তর করা হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, ডাকঘরের আঙিনায় খেলতে গিয়ে স্কুলের বাচ্চারা দেখে বড় বড় ব্যাগে চিঠি ভতির্। তা ছাড়া, ব্যাগগুলোতে রয়েছে এটিএম কাডর্, ব্যাংক পাশবুক ইত্যাদি। এরপর তারা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তারা ডাক কতৃর্পক্ষকে খবর দেন। তারপর জানাজানিই হয় কতের্ব্যর অবহেলার এ ঘটনা।

পরিত্যক্ত ডাকঘর থেকে প্রায় ছয় হাজার চিঠি ও প্যাকেট উদ্ধার করা হয়েছে। অক্ষত উদ্ধার করা হয়েছে প্রায় দেড় হাজার চিঠি। বাকি চিঠিগুলো উঁইপোকায় নষ্ট করে ফেলেছে। সংবাদসূত্র : বিবিসি

বৃষ্টি-ভ‚মিধসে হিমাচলে

২০ জনের প্রাণহানি

যাযাদি ডেস্ক

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভ‚মিধসে গত ২৪ ঘণ্টায় প্রায় ২০ জন মারা গেছেন। সতকর্তামূলক পদক্ষেপ হিসেবে মঙ্গলবার হিমাচল প্রদেশের সকল স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রধান সড়কগুলো বন্ধ রাখা হয়েছে।

রাজ্যের বিভিন্ন স্থানে কয়েকজন পযর্টকসহ কয়েকশ লোক আটকা পড়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে পারে বলে আবহওয়ার পূবার্ভাসে বলা হয়েছে।

নিউ দিল্লি টেলিভিশন (এনডিটিভি) সংশ্লিষ্ট কমর্কতাের্দর বরাত দিয়ে জানিয়েছে, সোলান জেলার কাÐঘাট মহকুমায় ভ‚মিধসে একই পরিবারের চার সদস্য প্রাণ হারিয়েছেন।

মান্ডি জেলায় ভ‚মিধসে তিন জন মারা গেছেন। চÐিগড়-শিমলা, শিমলা-নাহান, চাম্বা-পাঠানকোট ও মাÐি-পাঠানকোট মহাসড়কগুলোতে কয়েক ঘণ্টা ধরে যান চলাচলে বিঘœ দেখা দেয়। সংবাদসূত্র : সিনহুয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8117 and publish = 1 order by id desc limit 3' at line 1