শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০
ওমর আল-বশির

বশিরকে সংশোধনাগারে

পাঠাল আদালত

যাযাদি ডেস্ক

দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে দুই বছর সংশোধনাগারে আটক রাখার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। গণবিক্ষোভে পদচু্যতের পর এই প্রথম বশিরের বিরুদ্ধে রায় দিল আদালত।

গত এপ্রিলে গণবিক্ষোভের মুখে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচু্যত হন ৭৫ বছরের বশির। এর মাধ্যমে অবসান হয় দেশটিতে তার তিন দশকের শাসন।

রায়ে বিচারক জানিয়েছেন, বয়স বিবেচনায় বশিরকে কারাগারের পরিবর্তে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষমতা থেকে উচ্ছেদের পর বশিরের বাসভবন থেকে যে কোটি কোটি ইউরো ও সুদানি মুদ্রা পাওয়া গেছে, তাও জব্দের নির্দেশ দেয় আদালত।

দুর্নীতির মামলা ছাড়াও বশিরের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়াসহ বেশ কিছু অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সংবাদসূত্র : বিবিসি

অগ্নু্যৎপাতে মৃতের

সংখ্যা বেড়ে ১৬

যাযাদি ডেস্ক

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নু্যৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ দুই জনের মৃতদেহ উদ্ধারে রোববার দ্বীপটিতে একটি তলস্নাশি ও উদ্ধারকারী দল পাঠানো হলেও তারা খালি হাতে ফিরে আসে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট আইল্যান্ডের একটি এলাকায় অন্তত একটি মৃতদেহ থাকতে পারে বলে তাদের কাছে থাকা তথ্য থেকে ধারণা করা হচ্ছিল, তাই ওই এলাকায় পুলিশের তলস্নাশি ও উদ্ধারকারী দলের আট সদস্যকে ৭৫ মিনিটের জন্য মোতায়েন করা হয়েছিল।

শুক্রবার নিউজিল্যান্ডের সামরিক বাহিনীর একটি দল ওই দ্বীপটি থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করার পর নিহতদের শনাক্ত করতে মূল ভূখন্ডে নিয়ে যায়।

গত সোমবার হোয়াইট আইল্যান্ড আগ্নেয় দ্বীপের জ্বালামুখ দিয়ে ছাই, বাষ্প ও গ্যাস উদ্গীরিত হয়। ওই সময় সেখানে ঘুরতে যাওয়া ৪৭ জন পর্যটক হোয়াইট আইল্যান্ডে ছিলেন।

সংবাদসূত্র : বিবিসি

ফিলিপাইনে ৬.৯

মাত্রার ভূমিকম্প

যাযাদি ডেস্ক

ফিলিপাইনের দাভাও শহরে রোববার ছয় দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে এক শিশুর মৃতু্যর খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল দাভাওর ৬১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৮ দশমিক দুই কিলোমিটার। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ছয় দশমিক ৯ বলে জানিয়েছিল সংস্থাটি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।

মাতানাও শহরের মেয়র ভিনসেন্ট ফার্দানেন্দজ জানিয়েছেন, দেয়ালধসে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সহযোগিতার জন্য খাদ্য, পানি, তাবু ও কম্বল প্রয়োজন।

এর আগে গত অক্টোবর ও নভেম্বরে দাভাওতে চার দফায় ভূমিকম্প হয়েছিল। ওই সময় সব মিলিয়ে ২০ জন নিহত হয়। সংবাদসূত্র : বিবিসি

আসামে মুরগি ৫০০

রুপি কেজি!

যাযাদি ডেস্ক

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল আসাম রাজ্যে। গত বুধবার থেকে শুরু হওয়া বিক্ষোভ-আন্দোলনে নিহতের সংখ্যা ছয় জনে দাঁড়িয়েছে। রাজ্যের কিছু এলাকায় এখনো চলছে ১৪৪ ধারা। বিক্ষোভে স্তব্ধ হয়ে থাকা আসামবাসীর কাছে এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাজারদর।

কারফিইয়ের কারণে রাজ্যের অধিকাংশ এটিএম বুথ নগদ অর্থহীন অবস্থায় পড়ে আছে। সরবরাহ ঘাটতির কারণে পেট্রল পাম্পগুলোতে তেল নেই।

শনিবার সাত ঘণ্টার জন্য কারফিউ শিথিল হতেই বাজারে গিয়ে দেখা গেছে, আলু বিক্রি হচ্ছে ৬০ রুপি কেজিতে। মুরগি বিক্রি হচ্ছে ৫০০ রুপি কেজি, রুই মাছ ৪২০ রুপি কেজি। এক আঁটি পালং শাক যেখানে বিক্রি হতো ১০ রুপিতে, সেটার দাম বেড়ে হয়েছে ৬০। বাঁধাকপির কেজি ৮০ রুপি! এমনিতেই ভারতজুড়ে পেঁয়াজের দাম লাগামছাড়া। কিন্তু সেসব অতিক্রম করে আসামে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ রুপি কেজিতে।

গৌহাটির কাঁচাবাজার পুরোপুরি সরবরাহের ওপর নির্ভরশীল। গত রোববার থেকে পণ্য নিয়ে ট্রাকগুলো আটকে আছে সীমান্তে। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<80047 and publish = 1 order by id desc limit 3' at line 1