শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মুসলমানরা চিরদিনই ভারতের নাগরিক :অমিত শাহ

যাযাদি ডেস্ক

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে

এক বক্তব্যে বলেন, 'ভারতীয় মুসলমানরা এ দেশে ছিলেন, আছেন এবং থাকবেন। তারা চিরদিনই এ দেশের নাগরিক। মুসলমানদের এই বিল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।' তিনি আরও বলেন, এই বিলটি মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে এমন ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে, বাস্তব ঘটনা তা নয়। এই বিলটি কেবল প্রতবেশী দেশগুলোর সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। ভারতে বসবাসকারী মুসলমানদের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। ভারতীয় মুসলমানরা সবসময় সুরক্ষিত এবং নিরাপদেই থাকবেন। আমি মুসলমান সম্প্রদায়ের কাছে আবেদন করছি যে, দয়া করে ভুল তথ্যের দ্বারা প্রভাবিত হবেন না। দয়া করে বিপথগামী হবেন না। আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে এ দেশে জীবন কাটাবেন।

সংবাদসূত্র : এনডিটিভি

নিউ জার্সিতে গোলাগুলি

পুলিশসহ নিহত ৬

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আরও দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুই বন্দুকধারী এক পুলিশ কর্মকর্তাকে গুলি

করে হত্যা করার পর ট্রাক চালিয়ে একটি বাজারে গিয়ে ঢোকে। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির মধ্য দিয়ে ঘটনার রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে। ভর দুপুরে মুহুর্মুহু গুলির মধ্যে পুরা এলাকায় যুদ্ধক্ষেত্রের মত পরিস্থিতির সৃষ্টি হয়। স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আটকা পড়েন অনেকে। গোলাগুলির পেছনের কারণ এখনও স্পষ্ট না হলেও এটি জঙ্গি হামলার কোনো ঘটনা নয় বলেই নিউ জার্সি পুলিশের ধারণা। জোসেফ সিলস নামের ৩৯ বছর বয়সী যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, তিনি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন। জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি জানান, গোলাগুলির সূচনা হয় স্থানীয় একটি কবরস্থানে বেলা ১২টার ঠিক পরপর। জোসেফ সিলস দুই বন্দুকধারীর দিকে এগিয়ে গেলে তার মাথায় গুলি করা হয়। সংবাদসূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্র সফরে ইরানের

সতর্কতা জারি

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রে সফরে নিজ দেশের নাগরিকদের বিশেষ করে বিজ্ঞানীদের সতর্ক করেছে ইরান। মঙ্গলবার এ সতর্কতা জারি করা হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে বিচারবহির্ভূত আটক বা আমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন ইরানিরা। ইরানের নাগরিক বিশেষ করে বিশিষ্ট ব্যক্তি ও বিজ্ঞানীদের সতর্ক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে চলতে তাদের অনুরোধ জানানো হয়েছে। এমনকি কোনো সম্মেলন বা কোনো ধরনের আমন্ত্রণেও

যুক্তরাষ্ট্রে সফর না করার

পরামর্শ দেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরানিদের প্রতি যুক্তরাষ্ট্রের নিষ্ঠুর ও একতরফা আইন বিশেষ করে ইরানের বিশিষ্ট ব্যক্তিত্বদের ওপর স্বেচ্ছাচারিতা ও দীর্ঘ সময়ের জন্য আটকে রাখার ঘটনায় যুক্তরাষ্ট্রে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে।

গত শনিবার বন্দি বিনিময় করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের স্নাতকের শিক্ষার্থী জিউয়ে ওয়াং গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন বছর ধরে ইরানে বন্দি ছিলেন। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ইরানি গবেষক মাসুদ সোলাইমানিকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্কের এই দেশ দুটির মধ্যে বন্দি বিনিময় খুব একটা দেখা যায় না।

গত বছর একটি গবেষণা বিষয়ক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পা রাখার পরেই মিনেসোটার মায়ো ক্লিনিক থেকে গ্রেপ্তার করা হয় সোলাইমানিকে। আরও কয়েক ডজন ইরানি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে বন্দি আছেন। এদের মধ্যে অনেকেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।

ওয়াশিংটনের তরফ থেকে দাবি করা হয়েছে যে, ইরান

সে দেশে বন্দি মার্কিন

নাগরিকদের মুক্তি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সোমবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বন্দি বিনিময়ে

প্রস্তুত রয়েছে ইরান।

গত বছর পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এছাড়া যুক্তরাষ্ট্র

এরপরেই নতুন করে ইরানের

ওপর অর্থনৈতিক

নিষেধাজ্ঞাও জারি করে।

সংবাদসূত্র :আল-জাজিরা, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79505 and publish = 1 order by id desc limit 3' at line 1