বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় আর নেই

যাযাদি ডেস্ক
  ১৪ আগস্ট ২০১৮, ০০:০০
সোমনাথ চট্টোপাধ্যায়

ভারতের লোকসভার সাবেক স্পিকার ও সিপিএম দলীয় সাবেক এমপি সোমনাথ চট্টোপাধ্যায় আর নেই। সোমবার স্থানীয় সময় সকাল ৮টার পর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। জুনের শেষ দিকে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালে আনা-নেয়ার মধ্যেই ছিলেন তিনি। গত ২৯ জুলাই তার ৮৯ বছর পূণর্ হয়েছিল। তার মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদসূত্র: এবিপি নিউজ, এনডিটিভি

সোমনাথ ১৯৬৮ সাল থেকে ২০০৮ পযর্ন্ত টানা ৪০ বছর ভারতীয় কমিউনিস্ট পাটির্র (মাক্সির্স্ট) সদস্য ছিলেন। এমপি হিসেবে ১০ বার তিনি ভারতীয় পালাের্মন্টে দলটির প্রতিনিধিত্ব করেছেন। তাকে দলটির অন্যতম সফল রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়।

১৯২৯ সালে আসামের তেজপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। কলকাতার প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় হয়ে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। ব্যারিস্টার হওয়ার পর আইনজীবী হিসেবে যোগ দিয়েছিলেন কলকাতা হাইকোটের্।

বণার্ঢ্য রাজনৈতিক জীবনে তিনি মাত্র একবার নিবার্চনে পরাজিত হয়েছিলেন। ১৯৮৪ সালের নিবার্চনে যাদবপুর আসনে পশ্চিমবঙ্গের বতর্মান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

২০০৮ সালে সোমনাথ ভারতের লোকসভার স্পিকার থাকাকালীন তখনকার কেন্দ্রীয় ইউপিএ-১ সরকার থেকে সমথর্ন প্রত্যাহার করে নিয়েছিল তার দল সিপিএম। সরকারের বিপক্ষে তিনি যেন ভোট দিতে পারেন, এ জন্য স্পিকার পদ থেকে তাকে পদত্যাগ করতে বলেছিল দল। কিন্তু স্পিকার হিসেবে তিনি ‘দলীয় রাজনীতির ঊধ্বের্’Ñ এই যুক্তি দেখিয়ে পদত্যাগ করেননি সোমনাথ। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করেছিল সিপিএম। এ নিয়ে প্রথমে নীরবতা পালন করলেও পরে বলেছিলেন, ‘সেটি ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন।’

এদিকে, তার মৃত্যুর পঁাচ ঘণ্টা পর পরিবারের কাছে শোকবাতার্ পাঠিয়েছে সিপিএমের রাজ্য কমিটি। অথচ শোকবাতার্য় উল্লেখ করা হয়নি, সোমনাথ চট্টোপাধ্যাধ্যায় একসময় সিপিএমের সদস্য ছিলেন! জানা গেছে, প্রয়াত নেতার মরদেহ সিপিএমের অফিস আলিমুদ্দিন স্ট্রিটেও নিতে চেয়েছিল দলের রাজ্য নেতৃত্ব। কিন্তু, রাজি হননি তার পরিবারের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7881 and publish = 1 order by id desc limit 3' at line 1