logo
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০  

হাসপাতালে বাইক চালকদের কান্ড

বিলের জন্য শিশুর মৃতদেহ আটকে রাখায় ইন্দোনেশিয়ায় একদল বাইকচালক হাসপাতালে তান্ডব চালিয়েছে। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে এটা ছিল তাদের 'মানবিক মিশন'।

দেশটির পাদাং শহরের এম ডিজামিল হাসাপাতালে ভর্তি ছয় মাস বয়সী আলিফ পুতেরের অপারেশন করার কথা ছিল। তবে মঙ্গলবার সকালে আলিফ মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের জানায়, বকেয়া বিল পরিশোধ করা না হলে আলিফের

মরদেহ দেওয়া হবে না।

যাত্রী পরিবহণকারী বাইক চালকদের একজন ওয়ারদিয়ানসায়াহ জানান, শিশুটির চাচাও তাদের মতোই মোটরসাইকেলে যাত্রী পরিবহণ করেন। বিষয়টি তারা জানার পর হাসপাতালে ছুটে গিয়ে তান্ডব চালান।

তিনি বলেন, 'হাসপাতালের বিল এক হাজার ৭৭৪ মার্কিন ডলার না দিতে পারায় দাফনের জন্য পরিবারটি শিশুটির লাশ নিতে পারছে না জানার

পর আমরা দ্রম্নত পদক্ষেপ নিই।'

হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য পরে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। এই ঘটনাকে তারা ভুল বোঝাবুঝি বলে দাবি করেছে। সংবাদসূত্র : বিবিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে