logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০  

মাত্র ২১ বছর বয়সেই ভারতের বিচারপতি

মাত্র ২১ বছর বয়সেই ভারতের বিচারপতি
মায়াংক প্রতাপ সিং
ভারতের সবচেয়ে তরুণ বিচারপতির তকমা পেতে চলেছেন জয়পুরের বাসিন্দা মায়াংক প্রতাপ সিং। মাত্র ২১ বছর বয়সেই বিচারপতি হতে চলেছেন তিনি। প্রথম চেষ্টাতেই রাজস্থানের বিচার বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন মায়াংক। এর আগে এত কম বয়সে বিচারক হওয়ার পরীক্ষায় পাস করার নজির নেই ভারতে।

গত এপ্রিলে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের এলএলবি কোর্স শেষ করেন মায়াংক। তারপর রাজস্থানের বিচার বিভাগের পরীক্ষায় প্রথমবারই উত্তীর্ণ হন তিনি।

মায়াংক জানিয়েছেন, বরাবরই বিচারকের চাকরি করার ইচ্ছা তার। তাই এলএলবি শেষ হতেই বিচার বিভাগের পরীক্ষায় বসেন তিনি। সেই স্বপ্ন শুধু সফল হচ্ছে তা নয়, পাশাপাশি ইতিহাসেও নিজের নাম লিখে ফেলছেন এই তরুণ।

চলতি বছরেই রাজস্থান হাইকোর্ট বিচার বিভাগের পরীক্ষায় বসার নূ্যনতম বয়স ২৩ থেকে কমিয়ে ২১ করা হয়। হাইকোর্টের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন মায়াংক। বলেছেন, এই উদ্যোগ বিচারপতির শূন্য পদগুলো পূরণে কর্যকর ভূমিকা রাখবে। আরও বেশি কাজ করে মানুষের সেবা করা সম্ভব হবে। দুই বছর শিক্ষানবিশ থাকার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ শুরু করবেন মায়াংক।

সংবাদসূত্র : এবিপি নিউজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে