শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
দাবি মার্কিন কমিশনের

আসামে এনআরসির টার্গেট মুসলমানরা

'মুসলমানদের রাষ্ট্রহীন করতে নাগরিকপঞ্জিকেই হাতিয়ার করা হয়েছে' ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিম্নমুখী, প্রতিবেদনে দাবি
যাযাদি ডেস্ক
  ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০
নাগরিকপঞ্জির বিরুদ্ধে ভারতে প্রতিবাদ

ভারতের আসামে নাগরিকপঞ্জির (এনআরসি) নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে মুসলমানদেরই টার্গেট করা হচ্ছে। তাদের রাষ্ট্রহীন করে দিতে এনআরসি তালিকাকে হাতিয়ার করছে ভারত সরকার। আসামে নাগরিকপঞ্জি তৈরি নিয়ে শুক্রবার মোদি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন 'ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম' (ইউএসসিআইআরএফ)। 'ইসু্য ব্রিফ : ইনডিয়া' শিরোনামের করা এক প্রতিবেদনে এমন মনোভাবের কথা জানিয়েছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা তদারককারী এই মার্কিন প্রতিষ্ঠানটি। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি

চলতি বছরের ৩১ আগস্ট সরকার আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করলে দেখা যায়, ১৯ লাখের বেশি মানুষের নাম বাদ গেছে। অথচ আবেদন করেছিলেন তিন কোটি ২৯ লাখ মানুষ। তা নিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে ইউএসসিআইআরএফ। তাতে বলা হয়, 'বিষয়টি নিয়ে এরই মধ্যে দুশ্চিন্তা প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় এবং আন্তর্জাতিক সংগঠন। তাদের মতে, আসামের বাঙালি মুসলমানদের বঞ্চিত করতে, একটা বড় অশের মুসলমানকে রাষ্ট্রহীন করতে এবং ঘুরপথে ধর্মীয় পরিচয়কেই নাগরিকত্বের ক্ষেত্রে অপরিহার্য করে তোলার কার্যসিদ্ধির জন্যই এনআরসিকে হাতিয়ার করা হয়েছে।'

ট্রাম্প প্রশাসনের নীতি বিশ্লেষক হ্যারিসন একিন্সের তদারকিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে ইউএসসিআইআরএফ। তাতে আরও হয়, 'ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকার যে ক্রমশ নিম্নমুখী হচ্ছে, সংখ্যালঘু মুসলমানদের বিতাড়ন করার এই প্রচেষ্টাই তার অন্যতম উদাহরণ। গত আগস্ট মাসে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপি সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে, তাতে তাদের মুসলমানবিরোধী মনোভাবই প্রতিফলিত হয়েছে। মুসলমানদের বাদ দিয়ে হিন্দু এবং বাছাই করা কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের সুবিধা করে দিতেই যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরীক্ষার আয়োজন, বিজেপির ইঙ্গিতেই তা স্পষ্ট।'

বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাবতীয় কাজকর্ম হচ্ছে বলে একাধিক বার জানিয়েছে মোদি সরকার। পাশাপাশি ভারতের পক্ষ থেকে বরাবরই এই নাগরিকপঞ্জিকে একটি 'স্বচ্ছ' প্রক্রিয়া হিসেবে দাবি করা হয়েছে।

এর আগে গত অক্টোবরেও ভারতে ধর্মীয় স্বাধীনতার বিপণ্নতা ও আসামের নাগরিক তালিকা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। গত ২২ অক্টোবর মার্কিন কংগ্রেসের এক বৈঠকে আসামের ১৯ লাখ মানুষের রাজ্যছাড়া হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ভারপ্রাপ্ত সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানো, গোরক্ষকদের নির্বিচার কর্মকান্ড ও ধর্মান্তরবিরোধী আইনের প্রসঙ্গ তুলে ভারতকে প্রশ্নের মুখে ফেলেন।

মার্কিন কংগ্রেসে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এবং নিরস্ত্রীকরণ বিষয়ক সাব-কমিটির সভায় অ্যালিস জি ওয়েলস বলেছেন, 'আসামের ১৯ লাখ মানুষ দেশহীন হওয়ার আশঙ্কায় দিন গুনছেন। কারণ, তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠেছে।' এনআরসি নিয়ে ভারতের রাজনীতি সরগরম বহু দিন ধরেই। তবে তা নিয়ে ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার মুখ খোলাটা তাৎপর্যপূর্ণ।

শুধু এনআরসি নয়, ওই বৈঠকে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা ও বৈষম্য, বিশেষ করে মুসলমান ও দলিতদের ওপর গোরক্ষকদের তান্ডব, ৯টি রাজ্যে ধর্মান্তরবিরোধী আইনের মতো বিষয়গুলো নিয়েও ভারতকে কার্যত কাঠগড়ায় তুলেছেন অ্যালিস। তার মতে, উলিস্নখিত প্রত্যেকটি উদাহরণই ভারতে সংখ্যালঘুদের আইনি রক্ষাকবচের পরিপন্থী। অ্যালিস বলেন, ধর্মাচরণের স্বাধীনতা ?এবং অরক্ষিতদের রক্ষা করার কথা ভারত সরকারকে মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই 'অরক্ষিত'দের কথা বলতে গিয়েই আসামের নাগরিকদের কথা তোলেন তিনি।

উলেস্নখ্য, ২০১৪ সালের আগে থেকে ভারতে অবস্থান করা প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের রাষ্ট্রহীন হিন্দুদের দেশটির নাগরিকত্ব দিতে লোকসভার আগামী অধিবেশনে একটি নাগরিকত্ব সংশোধন বিল ওঠানোর পরিকল্পনা করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75852 and publish = 1 order by id desc limit 3' at line 1