শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
স্পেনের নির্বাচন

সোশ্যালিস্টরা জয়ী, কট্টরপন্থিদের উত্থানে আবারও অচলাবস্থা

নতুনধারা
  ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক

স্পেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্টরা (পিএসওই) সবচেয়ে বেশি আসনে জয় পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং ডানপন্থি দলগুলো তুলনামূলক ভালো ফল করেছে। রোববারের নির্বাচনী ফলে রক্ষণশীল 'পপুলার পার্টি' (পিপি) দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং কট্টর ডানপন্থি 'ভক্সের' আসন সংখ্যা দ্বিগুণ হয়ে দলটি তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে সরকার গঠনে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে যে অচলাবস্থার মধ্য দিয়ে দেশটি যাচ্ছে, তাই আবারও অচলাবস্থার মুখোমুখি হয়েছে দেশটি। সংবাদসূত্র : বিবিসি

চার বছরের মধ্যে এটি স্পেনের চতুর্থ সাধারণ নির্বাচন। ২০১৫ সাল থেকেই স্পেন একটি স্থিতিশীল সরকারের অপেক্ষায় রয়েছে। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনেও পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। সবচেয়ে বেশি আসন পাওয়া সোশ্যালিস্টরা সরকার গঠনে ব্যর্থ হয়। এ কারণেই আরেকটি নির্বাচন অনিবার্য হয়ে পড়ে।

এবারের নির্বাচনে পার্লামেন্টের ৩৫০টি আসনের মধ্যে সোশ্যালিস্টরা ১২০টি আসন পেয়েছে, যা এপ্রিলের নির্বাচনে পাওয়া আসন থেকে তিনটি কম। ওই নির্বাচনে পিপি ৬৬ আসন পেলেও এবার ৮৮টি আসন পেয়েছে। আর ভক্স আগের নির্বাচনের মাত্র ২৪টি আসন পেলেও এবার ৫২টি আসনে জয় পেয়ে প্রধান দলগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। কর্মসূচির দিক থেকে সোশ্যালিস্ট পার্টির স্বাভাবিক রাজনৈতিক মিত্র বামপন্থি 'পোদেমোস' ৩৫টি আসন পেয়েছে। এই দুই দলের সম্মিলিত আসনও সরকার গঠনের জন্য কাঙ্ক্ষিত ১৭৬ আসন থেকে অনেক দূরে রয়েছে।

কাতালান সংকট ভক্সকে নির্বাচনে অভূতপূর্ণ ফল করতে সাহায্য করেছে বলে ধারণা বিশ্লেষকদের। কারণ, স্পেনের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কট্টর বিচ্ছিন্নতাবাদবিরোধী মনোভাব রয়েছে। তারাই কাতালোনিয়ার স্বাধীনতার কট্টরবিরোধী ভক্সকে সমর্থন যুগিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি অবৈধ অভিবাসী বিরোধিতা করায় দলটির সমর্থন বেড়েছে। অন্যদিকে, মধ্য ডানপন্থি 'ফিউদাদানোস' বা নাগরিক দল এই নির্বাচনে ভরাডুবির শিকার হয়েছে, এপ্রিলের নির্বাচনে ৫৭টি আসন পাওয়া দলটি এবার মাত্র ১০টি আসন পেয়েছে। এবারের নির্বাচনের প্রচারেও কাতালোনিয়ার সংকটই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। ডানপন্থি ভক্স, পিপির পাশাপাশি ফিউদাদানোসও কাতালোনিয়ার বিচ্ছিন্ন হওয়ার চেষ্টার বিরুদ্ধে কট্টর অবস্থান নিয়েছিল। এপ্রিলের নির্বাচনেই মোট ভোটের ১০ শতাংশের বেশি পেয়ে নিজেদের উত্থানের জানান দিয়েছিল ভক্স। ওই একই নির্বাচনে আরেক ডানপন্থি দল পিপির ভরাডুবি হয়েছিল। নিজেদের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বাজে ফল করেছিল তারা।

এবারের নির্বাচনের সার্বিক ফলে স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্ষমতাসীন 'সোশালিস্ট ওয়ার্কার্স পার্টি'র (পিএসওই) নেতা পেদ্রো সানচেজ জয় পেলেও পরিস্থিতি তার অনুকূলে নেই। ডানপন্থিদেরও সরকার গঠন করার মতো অবস্থান নেই। এ পরিস্থিতিতে আচলাবস্থা ভাঙতে সানচেজ পিপির সমর্থন নিয়ে সরকার গঠন করতে রাজি হলে আর পিপি এতে সমর্থন দিলে পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75106 and publish = 1 order by id desc limit 3' at line 1