শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

পালালেন পাকিস্তানের

মানবাধিকারকর্মী

যাযাদি ডেস্ক

বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর যুক্তরাষ্ট্রে পালাতে বাধ্য হয়েছেন পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকারকর্মী গুলালাই ইসমাইল। এক বিবৃতিতে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। তবে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা এই অধিকারকর্মী কীভাবে দেশ

ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত

কিছু বলেননি তিনি।

গুলালাই ইসমাইল পাকিস্তানে পরিচিত নাম। অনেকদিন ধরেই তিনি পাকিস্তানে মানবাধিকার প্রশ্নে সরব ভূমিকা পালন করছেন। পাখতুন নারীদের ওপর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনীর চক্ষুশুল হন তিনি। তার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় সেনাবাহিনী। বাড়ির সামনে পাহাড়া বসায়। অন্তত চারবার তার বাড়িতে অভিযান চালিয়েছে। জব্দ করেছে সিডি, পেনড্রাইভসহ বিভিন্ন কাগজপত্র।

গুলালাই বলেন, 'বিগত মাসগুলো খুবই দুর্বিষহ ছিল। আমাকে হয়রানি করা হয়েছে। আমি ভাগ্যবান যে, আমি জীবিত।' কীভাবে দেশত্যাগ করলেন, সে বিষয়ে নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিমানবন্দর থেকে উড়ে আসেননি।

বর্তমানে নিউইয়র্কে নিজের বোনের সঙ্গে রয়েছেন ৩৩ বছর বয়সি এই মানবাধিকারকর্মী। যুক্তরাষ্ট্রের

কাছে রাজনৈতিক আশ্রয়

প্রার্থনা করেছেন তিনি।

২০১৩ সালে গুলালাই ১০০ জন নারীকে দিয়ে একটি সংগঠন শুরু করেন। ঘরোয়া সহিংসতা ও বাল্যবিবাহ নিয়ে কাজ করেন তারা। তবে তার সামাজিক কর্ম শুরু আরও আগেই। ১৬ বছর বয়সে প্রথম নারী অধিকার নিয়ে কাজ করেন তিনি। তার কাজের জন্য অনেক পুরস্কার পেয়েছেন তিনি। সংবাদসূত্র : বিবিসি

মিয়ানমারে অস্ত্র রপ্তানিতে

ইইউর নিষেধাজ্ঞা

যাযাদি ডেস্ক

মিয়ানমারে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও প্রত্যাবাসন নিশ্চিত করা এবং নির্যাতন বন্ধে মিয়ানমারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখার

ঘোষণা দিয়েছে ইইউ।

ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে বৃহস্পতিবার উঠে আসে রোহিঙ্গা ইসু্য। আলোচনায় অন্তত ১২ জন

পার্লামেন্ট সদস্য বক্তব্য দেন।

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনীর সম্পৃক্ততা এবং ছয় লাখ রোহিঙ্গা রাখাইনে গণহত্যার শঙ্কায় রয়েছে- জাতিসংঘ মানবাধিকার সংস্থার এমন প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে নেইপিডোর তীব্র নিন্দা জানান তারা। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন প্রস্তাব ও প্রতিশ্রম্নতি তুলে ধরেন ইইউ পার্লামেন্ট সদস্যরা।

ইইউ জানায়, রোহিঙ্গাবিরোধী নির্যাতন বন্ধে মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, সম্পত্তি বাজেয়াপ্তের মতো সব ধরনের

পদক্ষেপ অব্যাহত রাখবে।

সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স

হোয়াইট হাউসের কাছে

গুলি : নিহত ১

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সড়কে গোলাগুলিতে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। স্থানীয় সয়ম বৃহস্পতিবার রাত ১০টার দিকে হোয়াইট হাউস থেকে তিন কিলোমিটার দূরে কলাম্বিয়া হাইটসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বা কী কারণে গোলাগুলি

হয়েছে, সেটাও স্পষ্ট নয়।

মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট এমেরম্যান বলেন, সচারচর গোলাগুলির ঘটনা যে রকম হয়, এটা তেমন ঘটনা ছিল না। ফোরটিনথ স্ট্রিট ও কলাম্বিয়া রোডের ক্রসিংয়ে একটি

অ্যাপার্টমেন্ট ভবনের উঠানের বাইরে

গোলাগুলি হয়েছে।

গোলাগুলির কারণ খুঁজতে গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন।

আহত সবাই প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হলেও

সবাই প্রাণে বেঁচে যাবেন।

সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স

বিজেপির সাবেক

মন্ত্রী গ্রেপ্তার

যাযাদি ডেস্ক

বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আইনের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার সকালে উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করে বিশেষ তদন্তকারী দল (সিট)।

ধর্ষণের মামলায় গত সোমবার ম্যাজিস্ট্রেট আদালতে আইনের ওই ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরপ্রদেশের বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনেন আইনে স্নাতকোত্তরের ওই ছাত্রী।

তার অভিযোগ, বস্ন্যাকমেইল করে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন স্বামী চিন্ময়ানন্দ। এই মামলায় গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম সোমবার ওই ছাত্রীকে আদালতে পেশ করে। একজন বিচারকের উপস্থিতিতে ১৬৪ সিআরপিসিতে তার বয়ান নথিভুক্ত করা হয়। দু'দিন আগেই সিটের হাতে ৪৩টি ভিডিও তুলে দিয়েছেন

ধর্ষণের শিকার ওই ছাত্রী।

সংবাদসূত্র : এএনআই, এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67664 and publish = 1 order by id desc limit 3' at line 1