শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
হংকং সংকট

শান্তি ফেরাতে সংলাপে বসতে যাচ্ছেন ক্যারি লাম

সংলাপে ভূমি ও বাসভবনের ঘাটতিও অন্তর্ভুক্ত থাকবে
যাযাদি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম

আগামী সপ্তাহ থেকে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সংলাপে বসার ঘোষণা দিয়েছেন চীন-ঘনিষ্ঠ হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। মঙ্গলবার এ ঘোষণা দিয়ে ফের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি, পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণ অবাধ করতে সংলাপ পর্ব যতটা সম্ভব উন্মুক্ত রাখার আশ্বাসও দিয়েছেন। সংবাদসূত্র : রয়টার্স

\হমঙ্গলবার হংকংয়ে সরকারবিরোধী আন্দোলন ১০০ দিনে পা রেখেছে। এই দীর্ঘ সময় ধরে চলা সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হংকং। জনসাধারণের ক্ষোভ প্রশমিত করতে নগরীটির প্রধান নির্বাহীকে চাপে রেখেছে বেইজিং।

এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ক্যারি লাম মঙ্গলবার বলেন, 'হংকংয়ের সমাজ মূলত দৃঢ় অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ইসু্যর সমন্বিত রূপ; আমার বিশ্বাস এ রকম নানা ধরনের সংলাপ আমাদের আলোচনার জন্য একটি ভিত্তি তৈরি করবে।' সংলাপে আলোচ্য বিষয়ের মধ্যে ভূমি ও বাসভবনের ঘাটতিও অন্তর্ভুক্ত থাকবে বলে লাম জানিয়েছেন।

৭৪ লাখ বাসিন্দা অধু্যষিত বিশ্বের সবচেয়ে জনবহুল এ শহরটির তরুণরা মূলত বাসাভাড়া ও জীবনযাপনের উচ্চ ব্যয় নিয়ে ক্ষুব্ধ। লাম বলেন, 'কিন্তু আমি এখানে জোর দিয়ে বলতে চাই, সংলাপের ভিত্তির অর্থ এই নয় যে, আমরা শৃঙ্খলা প্রতিষ্ঠার পদক্ষেপ থেকে সরে আসবো। এখনো আমাদের সামনে চলমান এ সহিংসতা দমনই অগ্রাধিকার পাবে।'

বিচারের জন্য বাসিন্দাদের চীনের মূল ভূখন্ডে পাঠানোর সুযোগ রেখে আইনের সংশোধন আনা একটি বিলকে কেন্দ্র করে টানা তিন মাসের বেশি সময় ধরে হংকংয়ে সহিংস প্রতিবাদ চলছে। টানা আন্দোলনের মুখে ক্যারি লাম বিতর্কিত ওই বিলটি প্রথমে 'স্থগিত' ও পরে 'সম্পূর্ণ প্রত্যাহার' করেও বিক্ষোভকারীদের শান্ত করতে পারেননি।

প্রধান নির্বাহীর এ পদক্ষেপকে 'অনেক দেরিতে, সামান্য কিছু' বলে অভিহিত করে আন্দোলনকারীরা এখন হংকংয়ে আরও গণতন্ত্র এবং সরকারবিরোধী বিক্ষোভে 'পুলিশি নির্যাতনের' নিরপেক্ষ তদন্ত চাইছে। টানা এ আন্দোলনে বিক্ষোভকারীদের প্রায়ই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দুই পুলিশ কর্মকর্তাকে আক্রমণ, পেট্রল বোমা ও ইট-পাটকেল ছোড়ার ঘটনায় ৮৯ জনকে আটক করা হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। সরকারবিরোধী এ বিক্ষোভকারীদের সঙ্গে হংকংয়ের চীনপন্থি বাসিন্দাদের মারামারি ও হাতাহাতির ঘটনাও ঘটেছে।

উলেস্নখ্য, গত ৬ জুনে শুরু হওয়া আন্দোলন শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং পরিস্থিতি ক্রমেই জটিল হতে চলেছে। ১৯৯৭ সালে ব্রিটিশ শাসন থেকে চীনের অধীনে আসার পর দেশটি কখনো এত বড় সংকটের মুখোমুখি হয়নি। গত রোববার হংকং সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সংঘাতে কোনো সমাধান আসবে না। এটি শুধু দেশের ক্ষতি করবে।

অপরাধীদের চীনে হস্তান্তরের সুযোগ রেখে আনা বিলকে কেন্দ্র করে হংকংয়ে শুরু হওয়া এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও পরবর্তী সময়ে তা সংঘাতে রূপ নেয়। আয়োজকদের তথ্য অনুসারে, ৯ জুনের আন্দোলনে ১০ লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67239 and publish = 1 order by id desc limit 3' at line 1