মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফুঁসে উঠছে কাশ্মীরিরা গণবিক্ষোভের ডাক

নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত
যাযাদি ডেস্ক
  ২২ আগস্ট ২০১৯, ০০:০০
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে গর্জে ওঠার আগে সমগ্র উপত্যকাজুড়ে পিনপতন নীরবতা। তবে স্থানীয়দের বিদ্রোহ দমনে উপত্যকায় অতিরিক্ত হাজার হাজার আধাসামরিক সেনা মোতায়েন করেছে দিলিস্ন। এর মধ্যেই আগামীকাল গণবিক্ষোভের ডাক দিয়েছে কাশ্মীরিরা। নিরাপত্তার চাদরে মোড়া শ্রীনগরের এই সড়কটিও -এএফপি অনলাইন

ভারতশাসিত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতারা শুক্রবার জুমার নামাজের পর গণবিক্ষোভের ডাক দিয়েছেন। চলতি মাসের প্রথম দিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এটাই প্রথম গণবিক্ষোভের ডাক। সংবাদসূত্র : এনডিটিভি

৪ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণা করে বিজেপি সরকার। বিক্ষোভসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কাশ্মীরের টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধসহ কারফিউ জারি করা হয়।

তবে গত শুক্রবার নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করে কেন্দ্র। রাতে কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের বিভিন্ন স্থানে পোস্টার সেঁটেছেন বিচ্ছিন্নতাবাদী নেতা ও কর্মীরা। বিচ্ছিন্নতাবাদী প্রধান গ্রম্নপগুলোর প্রতিনিধিত্বকারী 'জয়েন্ট রেজিসটেন্স লিডারশিপ' একটি পোস্টারে বলেছে, 'প্রত্যেক ব্যক্তি-তরুণ ও বৃদ্ধ, পুরুষ ও নারীর উচিত শুক্রবার জুমার নামাজের পর মিছিলে যোগ দেয়া।'

পোস্টারে মিছিল নিয়ে শ্রীনগরে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক সংস্থার দপ্তরে যাওয়ার কথা বলা হয়েছে। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের পর ১৯৪৯ সালে শ্রীনগরে জাতিসংঘের এই পর্যবেক্ষক দপ্তর খোলা হয়। আরেকটি পোস্টারে বলা হয়েছে, অন্য রাজ্য থেকে লোক এনে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের জনমিতি পরিবর্তনের পরিকল্পনা করেছে। জুমার নামাজে এই আশঙ্কার কথা মুসুলিস্নদের কাছে তুলে ধরতে ইমামদের প্রতিও আহ্বান জানানো হয়েছে এতে।

সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও শ্রীনগরের সৌরা এলাকায় গত সপ্তাহে খন্ড খন্ড বিক্ষোভ হয়েছে। এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন তারা বিক্ষোভে যোগ দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যবয়সী এক বাসিন্দা বলেন, 'আমরা চেষ্টা করব, জনগণ যাওয়ার চেষ্টা করবে।'

কাশ্মীরে গোলাগুলিতে

নিহত ২

এদিকে, কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবারের এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত ও বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার পর একজন হাসপাতালে মারা যান।

চলতি মাসের প্রথমদিকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এই প্রথম ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির ঘটনা ঘটল। উত্তর কাশ্মীরের বারামুলস্নায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মীরে সম্পত্তি ক্রয় ও সরকারি চাকরির ওপর বিধিনিষেধ তুলে নিয়ে ভারতের অন্যান্য অংশের নাগরিকদের জন্য তা উন্মুক্ত করে দিয়েছে মোদি সরকার। এই পরিস্থিতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করা বিচ্ছিন্নতাবাদীরা তাদের সশস্ত্র সংগ্রাম এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়েছে।

কাশ্মীর উপত্যকায় ভারতীয় কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করার পরপরই ওই অঞ্চলের প্রধান শহর শ্রীনগরের বাসিন্দারা ভারতবিরোধী প্রতিবাদে ফেটে পড়েছে। কাশ্মীরিদের বিদ্রোহ দমনে উপত্যকায় অতিরিক্ত হাজার হাজার আধাসামরিক সেনা মোতায়েন করেছে দিলিস্ন। মঙ্গলবার রাতে তারা বারামুলস্নার পুরনো অংশে অভিযান চালায় বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এ সময় সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা গ্রেনেড ছুড়লে দুই পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63321 and publish = 1 order by id desc limit 3' at line 1