logo
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ২১ জুলাই ২০১৯, ০০:০০  

দিলিস্নর সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের জীবনাবসান

দিলিস্নর সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের জীবনাবসান
শীলা দীক্ষিত
দিলিস্নর সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের বর্ণাঢ্য জীবনের যবনিকা ঘটলো। শনিবার হৃদরোগজনিত কারণে তার মৃতু্য হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ভারতের বরেণ্য এই রাজনীতিকের প্রয়াণে শোকের ছায়া নেমেছে ভারতের রাজনৈতিক মহলে। সংবাদসূত্র : এনডিটিভি

কংগ্রেস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন দিলিস্নর তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ফর্টিস এসকর্টস হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছিল। সেখানকার ডাক্তাররা জানিয়েছিলেন, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যাও ছিল। তাই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ভেন্টিলেশনে পাঠানো হয় তাকে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। শনিবার দুপুরে সেখানেই মারা যান তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শীলা দীক্ষিত হাসপাতালে ভর্তি হওয়ার পরই ডাক্তারদের একটি দল তার খেয়াল রাখছিল। কিন্তু, স্থানীয় সময় শনিবার দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশনে পাঠানো হয়। ৩টা ৫৫ মিনিটে সেখানেই মৃতু্য হয় তার।

এই বিয়োগ ঘটনার পরই কংগ্রেসের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, 'শীলা দীক্ষিতের মৃতু্যর খবর শুনে আমরা শোকাহত। সারাজীবন ধরে কংগ্রেস করার পাশাপাশি তিনবার দিলিস্নর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। যা তাকে দিলিস্ন কংগ্রেসের মুখ করে তুলেছিল। আমরা তার পরিবার ও বন্ধুদের গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তারা নিজেদের সামলাতে পারবেন বলেই আশা করছি।'

রাহুল গান্ধী এক বার্তায় বলেন, 'শীলা দীক্ষিতজির মৃতু্যর খবর পেয়ে আমি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছি। তিনি কংগ্রেসের প্রিয় কন্যা ছিলেন। যার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার পরিবার ও দিলিস্নর নাগরিকদের গভীর সমবেদনা জানাই। তিনবার মুখ্যমন্ত্রী হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করেছেন তিনি।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার মৃতু্যতে শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, 'শীলা দীক্ষিতের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। উনি খুবই আন্তরিক ও উঁচু মনের মানুষ ছিলেন। দিলিস্নর উন্নতির জন্যও অক্লান্ত পরিশ্রম করেছেন। তার পরিবার ও সমর্থকদের সমবেদনা জানাই। ওম শান্তি।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে