বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৭ জুলাই ২০১৯, ০০:০০

শ্রীলংকায় হামলা

আন্তর্জাতিক মাদকচক্র

দায়ী :সিরিসেনা

যাযাদি ডেস্ক

শ্রীলংকায় ইস্টার সানডের দিন ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য আন্তর্জাতিক মাদকচক্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তিনি বলেছেন, দেশজুড়ে মাদকবিরোধী অভিযানকে নিরুৎসাহিত করতেই ওই হামলা চালানো হয়েছিল। সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে এমন

তথ্য জানান তিনি।

তবে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মুখপাত্র প্রেসিডেন্টের বিবৃতি প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট সিরিসেনা বলেন, 'আমার সম্মানহানির জন্যই মাদক সম্রাটরা এই হামলা চালিয়েছে। আমার মাদকবিরোধী অভিযানকে নিরুৎসাহিত করাও এর অন্যতম লক্ষ্য। তবে আমাকে ভয় দেখিয়ে নিবৃত্ত করা যাবে না।'

২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলংকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদ্‌যাপনকালে কয়েকটি গির্জা ও বিলাসবহুল হোটেলে ভয়াবহ ওই সিরিজ বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিহত হন অন্তত ২৫৮ জন। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।

হামলার জন্য শ্রীলংকা কর্তৃপক্ষ 'ন্যাশনাল তাওহিদ জামায়াত' (এনটিজে) নামের স্থানীয় একটি সংগঠনকে দায়ী করে। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় শতাধিক মানুষকে। সংবাদসূত্র : সাবাহ নিউজ

ভারতীয় টর্পেডো

গেল মিয়ানমারে

যাযাদি ডেস্ক

সাবমেরিন প্রতিরোধী উন্নতমানের হালকা টর্পেডো (টিএএল) 'শিয়েনা'র প্রথম চালান মিয়ানমারে পাঠিয়েছে ভারত। দুই বছর আগের একটি রপ্তানি চুক্তির আওতায় ভারত এসব প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা-বিষয়ক ওয়েবসাইট লাইফফিস্টের বরাত দিয়ে ভারতের সাময়িকী 'স্বরাজ' ও মিয়ানমারের সংবাদপত্র 'ইরাবতী' এ খবর দিয়েছে।

তবে টর্পেডোর সংখ্যা ও মিয়ানমার নৌবাহিনীর কোন্‌ বহরে এসব যুক্ত হবে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উলেস্নখ করা হয়নি।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'ভারত ডায়নামিকস লিমিটেড' (বিডিএল) এসব টর্পোডো তৈরি করেছে। ক্ষেপণব্যবস্থাসহ টর্পেডো সংযোজনের পেছনে ছিল বহুজাতিক প্রকৌশল কোম্পানি 'লারসেন অ্যান্ড টারবো'।

টিএএল শিয়েনা ভারতে স্থানীয়ভাবে তৈরি প্রথম সাবমেরিন প্রতিরোধী হালকা টর্পেডো। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) 'নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি'র ল্যাবরেটরিতে এটার মডেল তৈরি হয়েছে। হায়দরাবাদের বিশাখাপত্তনমে বিডিএলের নিজস্ব কারখানায় এসব টর্পেডো তৈরি করা হয়।

এসব টর্পেডো রপ্তানির জন্য ২০১৭ সালে মিয়ানমারের সঙ্গে তিন কোটি ৭৯ লাখ ডলারের চুক্তি করে ভারত। নতুন করে শিয়েনা টর্পেডো সরবরাহ দুই দেশের মধ্যে জোরদার সম্পর্কের ইঙ্গিত দেয়। সংবাদসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58549 and publish = 1 order by id desc limit 3' at line 1