শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদত্যাগে অবিচল রাহুল :সব রাজ্য কমিটি ভেঙে দিল কংগ্রেস

আরেকবার অনুরোধ করা হবে, রাজি না হলে নতুন সভাপতি
যাযাদি ডেস্ক
  ২৫ জুন ২০১৯, ০০:০০
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

ভারতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগে অনড় রয়েছেন রাহুল গান্ধী। নতুন সভাপতি খুঁজে বের করার চেয়ে দলীয় শীর্ষ নেতৃত্ব রাহুলকেই সভাপতি পদে ফেরানোর চেষ্টায় বেশি সক্রিয়। ফলে দলও এখন কার্যত দিশাহীন। এই পরিস্থিতিতে এবার ভারতের সব রাজ্য কমিটি ভেঙে দিল কংগ্রেস। অর্থাৎ, রাজ্য কংগ্রেস কমিটিগুলোর আর কোনো সাংগঠনিক কাঠামো থাকল না। আগামী সপ্তাহে ফের বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডাবিস্নউসি)। ওই বৈঠকেই দলের সভাপতি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সংবাদসূত্র : এবিপি নিউজ

লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল ২৩ জুন। ভোটে ২০১৪ সালের চেয়ে সামান্য বেড়ে কংগ্রেসের আসন ৫২ হলেও কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তারপর ২৫ জুন পর্যালোচনা বৈঠকে বসে সিডাবিস্নউসি। দলের বিপর্যয়ের দায় নিয়ে ওই বৈঠকেই পদত্যাগের ইচ্ছা পোষণ করেন রাহুল গান্ধী। কিন্তু দলের নীতিনির্ধারণ কমিটি সর্বসম্মতভাবে সেই পদত্যাগের প্রস্তাব গ্রহণ না করে রাহুলকেই সভাপতি পদে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু রাহুল তাতে রাজি হননি।

তারপরও দলের শীর্ষপর্যায়ের নেতাদের প্রায় সবাই বহু ভাবে তাকে পদে থাকার অনুরোধ করেছেন। কিন্তু রাহুল গোঁ ধরে রয়েছেন। তিনি পদত্যাগের সিদ্ধান্তে অবিচল। কোনোভাবেই কংগ্রেস সভাপতির পদে আর ফিরবেন না। এই পরিস্থিতিতে দলও এবার নতুন করে ভাবতে শুরু করেছে। সভাপতির বদলে কাউকে কার্যকরী সভাপতি করে পরিস্থিতি সামাল দেয়ার কৌশলের প্রসঙ্গও উঠে এসেছে।

এই পরিস্থিতিতে কংগ্রেসের সব রাজ্য কমিটি সোমবার ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। সভাপতি নির্বাচন ইসু্যতে আগামী সপ্তাহে ফের বৈঠকে বসছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা। দলীয় সূত্রে খবর, ওই বৈঠকেও ফের একবার রাহুল গান্ধীকে সভাপতি পদে থাকার জন্য অনুরোধ জানাবেন শীর্ষ নেতৃত্ব। তবে একটি সূত্র জানিয়েছে, এটাই হবে শেষ অনুরোধ। এবারও রাহুল রাজি না হলে নতুন সভাপতি বা কার্যকরী সভাপতি খোঁজার কাজ শুরু করে দেবেন দলের নেতারা।

তার আগে রাজ্য কংগ্রেস কমিটিগুলো ভেঙে দেয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে প্রদেশ কংগ্রেস কমিটিগুলোর আর কোনো সাংগঠনিক কাঠামোই থাকল না। মনে করা হচ্ছে, নতুন সভাপতি বা কার্যকরী সভাপতি নির্বাচনের পর এই কমিটিগুলো নতুন করে গঠন করা হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের জল্পনা, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও দলের ভেতরে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেই রাজ্য কংগ্রেস কমিটিগুলি ভেঙে দেয়া হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<55172 and publish = 1 order by id desc limit 3' at line 1