বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এখনো আশায় বুক বাঁধছে কংগ্রেস

ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি বিজেপির সঙ্গীদের সঙ্গে আজ বৈঠক
যাযাদি ডেস্ক
  ২১ মে ২০১৯, ০০:০০
টিভিতে বুথফেরত জরিপ দেখছেন দর্শক

ভারতের লোকসভা নির্বাচনে রোববার ভোটগ্রহণ শেষে প্রায় সব বুথফেরত জরিপে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট ভূমিধস জয় পেতে যাচ্ছে বলে আভাস দেয়া হচ্ছে। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস বুথ ফেরত জরিপে বিজেপির জয়ের এই আভাসকে উড়িয়ে দিয়ে ২০০৪ সালের ফলের পুনরাবৃত্তি নিয়ে আশায় বুক বাঁধছে। কংগ্রেস বলছে, ২৩ মে'র আনুষ্ঠানিক ফল ক্ষমতাসীন দলকে হতাশ করবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্বাস, পূর্বাভাসের দেয়া তথ্য সত্য হলেও বিরোধী দলগুলোকে নিয়ে জোটগতভাবে সরকার গঠনের সম্ভাবনাকে নাকচ করা যায় না। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া, রয়টার্স

দেশটির প্রায় সব জরিপকারী সংস্থা ও গণমাধ্যমের পূর্বাভাসে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জয়ের আভাস দেয়া হলেও কংগ্রেসের মুখপাত্র রাজিব গোদা বলেন, 'দয়া করে আগামী ২৩ মে পর্যন্ত অপেক্ষা করুন। আমরা আপনাদের চমকে দেবো। পুরো ভোট থেকে আসনের জরিপ করা একটি কঠিন কাজ। দেশে এক ধরনের ভয়ের পরিস্থিতি রয়েছে। যে কারণে মানুষ তাদের মতামত প্রকাশ করে না।'

জরিপকারী সংস্থাগুলোর ফলে বিজেপির জয়ের আভাস দেয়া হলেও কংগ্রেস ২০০৪ সালের নির্বাচনী ফলের পুনরাবৃত্তির আশায় বুক বাঁধছে। ওই বছর প্রায় সব জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত সব জরিপ মিথ্যা প্রমাণিত হয় চূড়ান্ত ফলে। এতে দেশটির একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে লোকসভায় জয়ী হয়ে সরকার গঠন করে কংগ্রেস।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথ ফেরত জরিপের ফলকে মুখরোচক গল্প বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই গল্প সাজানো হয়েছে হাজার হাজার ইভিএমের ফলকে পাল্টে দেয়া অথবা জালিয়াতির পরিকল্পনা থেকে। তিনি বলেন, 'আমি সব বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাচ্ছি। শক্তিশালী থাকুন। আমরা সবাই একসঙ্গে লড়াই করবো।'

তবে কংগ্রেসের মিত্র ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুলস্নাহ বলেন, সবগুলো বুধফেরত জরিপ ভুল হতে পারে না। তিনি বলেন, 'এখন টিভি বন্ধ করে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বের হয়ে ২৩ তারিখের জন্য অপেক্ষা করতে হবে।' অন্যদিকে, নির্বাচনে বুথফেরত জরিপই সব নয় বলে মন্তব্য করেছেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেনকাইয়াহ নাইডু। তিনি বলেন, 'আমাদের মনে রাখতে হবে ১৯৯৯ সালের পর থেকে সবগুলো বুথফেরত জরিপের ফলই ভুল এসেছে। এটি প্রকৃত অর্থ বহন করে না।'

ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি বিজেপির সঙ্গীদের সঙ্গে বৈঠক

এদিকে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নতুন সরকার গঠনের জন্য তাদের জোট সঙ্গীদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাসীন দলটির দুটি সূত্র জানিয়েছেন, মঙ্গলবার বিকালে জোট সঙ্গীদের সঙ্গে সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসবে বিজেপি। তবে বৈঠকের বিষয়ে কথা বলার অধিকার নেই এমন দাবি করে বিজেপির ওই দুই সূত্র তাদের নাম জানাতে অনিচ্ছা প্রকাশ করেন। সরকার গঠনের বিষয়ে জোট সঙ্গীদের সঙ্গে আজকের বৈঠকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বিজেপির মুখপাত্র নলীন কোহলি কোনো মন্তব্য করতে অসম্মতি জানান।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হিসেবে ভারতের সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয় গত ১১ এপ্রিল। রোববার সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দীর্ঘ দেড় মাসের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়। আগামী ২৩ মে বৃহস্পতিবার ফল ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50400 and publish = 1 order by id desc limit 3' at line 1