শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটের দিন 'জনসংযোগ' মোদির কমিশনে নালিশ তৃণমূলের

হ ধ্যানের ছবি দিয়ে মোদি আচরণবিধি ভঙ্গ করেছেন : সিপিআই
নতুনধারা
  ২০ মে ২০১৯, ০০:০০
কেদারনাথের গুহায় ধ্যানমগ্ন মোদি

যাযাদি ডেস্ক

ধ্যানে বসেছিলেন শনিবার সন্ধ্যায়। রোববার লোকসভা ভোটের শেষ দিন সকালে ধ্যান ভাঙল। আর ধ্যানভঙ্গ করেই নরেন্দ্র মোদি বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। যার পুঙ্খানুপুঙ্খ সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক সংবাদমাধ্যমে। তার আগে রোববার সকালে এক টুইট বার্তায়, সপ্তম তথা শেষ ধাপের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির আহ্বান জানান মোদি। আর এখানেই আপত্তি জানাল তৃণমূল। তাদের অভিযোগ, কেদারনাথে মোদির জনসংযোগ নির্বাচনকে প্রভাবিত করছে। নির্ধারিত সময়ের পরও কৌশলে প্রচার করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল। সংবাদসূত্র : এনডিটিভি

ভোটের প্রচার শেষ করেই তীর্থদর্শনে বেরিয়ে পড়েন মোদি। যদিও, খাতা-কলমে তার এই সফর সরকারি হিসেবেই নির্ধারিত। কেদারনাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু, নির্বাচনের মাঝখানে কীভাবে মোদি সরকারি কর্মসূচির অনুমতি পেলেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে বিরোধী শিবিরে। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে কেদারনাথ সফরের অনুমতি দিলেও তাকে নির্বাচনী বিধি সংক্রান্ত বিষয়গুলো মেনে চলার নির্দেশ দিয়েছিলেন।

২০১৪ সালে ক্ষমতায় যাওয়ার পর শনিবার সকালে চতুর্থবারের মতো কেদারনাথ পৌঁছান মোদি। এদিন সকাল সাড়ে ৯টায় তার হেলিকপ্টার কেদারনাথ মন্দির এলাকায় অবতরণ করে। শনিবার টুইটারে দেয়া পোস্টে কেদারনাথকে সুমহান পর্বতমালা হিসেবে উলেস্নখ করেন মোদি। কেদারনাথ মন্দিরে পূজা দেয়ার পর প্রায় দুই কিলোমিটার দূরে এক গুহায় পৌঁছান মোদি। পাহাড়ি পথে তাকে ছাতা ও লাঠি নিয়ে উঠতে দেখা যায়। ওই গুহায় রাতভর ধ্যানমগ্ন থাকার পর রোববার সকালে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।

গত শনিবার বিকালেই কেদারনাথের গুহায় ধ্যানে বসে পড়েন মোদি। সারা রাত ধ্যান করার পর ভোটের দিন সকালে তার ধ্যান ভাঙে। সাংবাদিকদের তিনি বলেন, কেদারনাথের সঙ্গে তার সম্পর্ক একান্ত। দেশবাসীকে বিদেশে বেড়াতে যাওয়ার পাশাপাশি ভারতের বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেও অনুরোধ করেন মোদি। এদিন সকালে কেদারনাথের বহু পুণ্যার্থীর সঙ্গে কথা বলেন মোদি। তিনি বলেন, 'এটা আমার সৌভাগ্য যে আমি কেদারনাথের মতো মতো আধ্যাত্মিক ভূমিতে বারবার আসার সুযোগ পাই। এখানে আমার যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে, তার মূল লক্ষ্য প্রকৃতি এবং পরিবেশকে লক্ষ্য রেখেই।' কেদারনাথ তীর্থযাত্রীদের সঙ্গে কথা বলার পরই

বদ্রিনাথ যান মোদি।

কিন্তু মোদির এই সরকারি কর্মসূচি নিয়েই আপত্তি তৃণমূলের। তাদের দাবি, মোদির প্রতিটি কর্মসূচি যেভাবে টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে, তাতে ভোটাররা প্রভাবিত হতেই পারেন। এরই মধ্যে কমিশনে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে মমতার নেতৃত্বাধীন দলটি।

ধ্যানের ছবি দিয়ে মোদি আচরণবিধি

ভঙ্গ করেছেন : সিপিআই

কেদারনাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধ্যানমগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত খবর। তবে ভারতের কমিউনিস্ট পার্টি অব ইনডিয়ার সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি দাবি করেছেন, এই ছবি নিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন মোদি।

এছাড়া ভারতীয় নির্বাচন কমিশনেরও সমালোচনাও করেন তিনি। ইয়েচুরি জানান, এর আগেও এমন আচরণ করেছে নির্বাচন কমিশন। অথচ ধর্মকে হাতিয়ার করে ভোটার

আকৃষ্ট করা নিষেধ।

সিতারাম বলেন, 'ধর্ম একদমই ব্যক্তিগত বিশ্বাস। নির্বাচন কমিশনও জানিয়েছে, ভোট আকৃষ্ট করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। আর মোদি এই নিয়ম ভঙ্গ করেছেন। ভোটগ্রহণের আগে

এটা ঠিক নয়। অথচ নির্বাচন কমিশন কাজ না

করে ঘুমিয়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50242 and publish = 1 order by id desc limit 3' at line 1