শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইমরান খানের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

সাত মাসেও ইতিবাচক কোনো পরিবর্তন আনতে না পারায় তার ওপর মন্ত্রিসভায় রদবদলের চাপ ছিল
যাযাদি ডেস্ক
  ২০ এপ্রিল ২০১৯, ০০:০০
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

দায়িত্ব নেয়ার আট মাসের মাথায় মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি মন্ত্রিসভায় নতুন ৫ জনকে অন্তর্ভুক্ত এবং ৪ জনের দপ্তর পাল্টে দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। সংবাদসূত্র : খালিজ টাইমস, রয়টার্স

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দক্ষিণ এশীয় দেশটির সংকটকালীন পরিস্থিতি বদলে দেয়ার প্রতিশ্রম্নতি দিয়ে গত বছরের নির্বাচনে জয়ী হয়েছিল ইমরানের তেহরিক-ই ইনসাফ। সাত মাসেও ইতিবাচক কোনো পরিবর্তন আনতে না পারায় তার ওপর অর্থ মন্ত্রণালয়ে রদবদলের চাপ ছিল। যে কারণে দীর্ঘদিনের ঘনিষ্ঠ আসাদ উমরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দিতে এক প্রকার বাধ্যই হতে হয়েছে বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ককে।

আসাদের স্থলাভিষিক্ত হিসেবে যিনি এসেছেন সেই আবদুল হাফিজ শেখ ২০১০-১৩ পর্যন্ত পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা আসার আগেই আসাদ পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

উত্তরসূরির সামনে 'বেশ কঠিন সময়' আসছে বলেও মন্তব্য করেছেন তিনি। 'নতুন অর্থমন্ত্রীর তিন মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটিয়ে ফেলবেন, এমনটা প্রত্যাশা করা কারোরই উচিত হবে না। পরের বাজেটটা বেশ কঠিনই হবে' বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদে সাংবাদিকদের উদ্দেশে এমনটাই বলেছিলেন বিদায়ী অর্থমন্ত্রী।

আসাদ বলেছেন, মন্ত্রিসভার রদবদলের কথা জানিয়ে ইমরান তাকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাইলেও রাজি হননি তিনি। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হলেও আবদুল হাফিজ শেখের আনুষ্ঠানিক পদবি থাকছে- 'অর্থ বিষয়ক উপদেষ্টা'। নির্বাচিত সাংসদ না হলে পাকিস্তানে সাধারণত বিশেষজ্ঞ কাউকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার ক্ষেত্রে 'উপদেষ্টা' পদবিই দেয়া হয়।

বৃহস্পতিবারের ঘোষণায় দায়িত্ব বদলে গেলে মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ফাওয়াদ চৌধুরীরও। তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে দেয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

রদবদলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক গোয়েন্দাপ্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ। জ্বালানি বিশেষজ্ঞ নাদিম বাবরকে দেয়া হয়েছে পেট্রলিয়াম মন্ত্রণালয়। পেট্রলিয়ামের আগের মন্ত্রী গোলাম সারওয়ার খানকে সরিয়ে দেয়া হয়েছে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী আসাদ ওমরকে প্রধানমন্ত্রী ইমরান খান সরিয়ে দিয়েছেন বলে খবর চাউর হয়। এক টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেছেন আসাদ ওমর নিজেই। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে অর্থমন্ত্রীর বদলে জ্বালানিমন্ত্রী হিসেবে দেখতে চান। সে কারণেই তাকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে মন্ত্রিসভায় থাকতে অস্বীকৃতি জানিয়েছেন আসাদ ওমর। অর্থমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ওমর বলেন, মন্ত্রিসভার রদবদলে প্রধানমন্ত্রী চেয়েছেন আমি যেন অর্থমন্ত্রীর বদলে জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করি। কিন্তু আমি মন্ত্রিসভায় না থাকার বিষয়ে তাকে জানিয়েছি। এ বিষয়ে তিনি সম্মতি জানিয়েছেন।

তিনি এক টুইট বার্তায় বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, 'প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সর্বোত্তম ভরসা। ইনশাআলস্নাহ নয়া পাকিস্তান গড়ে তুলবো আমরা।'

তবে বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রীর পদে আসাদ ওমরের কার্যকলাপে অসন্তুষ্ট ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। সে কারণেই হয়তো তাকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে ইমরানের সরকার এবং আসাদ ওমরের তরফ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে এবং বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন আসাদ ওমর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46058 and publish = 1 order by id desc limit 3' at line 1