বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
দিল্লি হাইকাের্ট

যৌন-ইচ্ছা মেটাতে স্ত্রী বাধ্য নয়

যাযাদি ডেস্ক
  ১৯ জুলাই ২০১৮, ০০:০০
আপডেট  : ১৯ জুলাই ২০১৮, ১১:২৭

বিয়ে কোনো ব্যক্তিকে স্ত্রীর সঙ্গে যৌনতার অবারিত অধিকার দেয় না বলে মন্তব্য এসেছে ভারতের উচ্চ আদালত থেকে। একটি মামলায় দিল্লি হাইকাের্ট মঙ্গলবার বলেছে, বিয়ে মানে এই নয়, যেকোনো সময় স্বামীর যৌন-ইচ্ছা মেটাতে স্ত্রী তৈরি থাকবে। বিচারপতি গীতা মিত্তাল ও বিচারপতি হরি শঙ্করের বলেছে, দাম্পত্য সম্পকের্র মধ্যেও যৌন সম্পকের্র ক্ষেত্রে নারী কিংবা পুরুষ উভয়েরই ‘না’ বলার অধিকার রয়েছে। স্ত্রীর অসম্মতিতে শারীরিক সম্পকর্ অপরাধ হিসেবে গণ্য হবে কি হবে না , শুনানিতে আইনজীবীদের উভয়পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে আদালতের এই পযের্বক্ষণ আসে। বিচারকরা বলেন, শুধু জোর করে শারীরিক সম্পকর্ স্থাপনই যে ধষর্ণ, তা মনে করার কারণ এখন নেই। এটা বলা ভুল হবে, ধষের্ণর জন্য জোর খাটানোটা জরুরি। ধষের্ণর ক্ষেত্রে শুধু জখমের দিকটি বিবেচনা করাও এখন ঠিক হবে না। বতর্মান বাস্তবতায় ধষের্ণর সংজ্ঞা সম্পূণর্ আলাদা।’ সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে