শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্কে ভোটার তালিকা নিয়ে বিরোধীদের হইচই

যাযাদি ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

তুরস্কে মাচর্ মাসে যে স্থানীয় নিবার্চন হতে যাচ্ছে- তার আগে প্রকাশিত ভোটার তালিকায় অদ্ভূত কিছু ব্যাপার লক্ষ্য করা গেছে। যেমন: কিছু ভোটার আছেন যারা এই প্রথমবার ভোট দেবেন, কিন্তু তাদের বয়স ১০০ এর ওপর। একজন ভোটারের বয়স ১৬৫ যা পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত লোক বলে যার নাম জানা যায়, তার চাইতেও বেশি বয়স তার। বিরোধীদলগুলো বলছে, তারা ভোটার তালিকা পরীক্ষা করে দেখেছে যে একটি বিশেষ অ্যাপাটের্মন্টকে ঠিকানা হিসেবে দেখিয়ে এক হাজারেরও বেশি ভোটার তাদের নাম নিবন্ধন করিয়েছেন। তুরস্কে এই ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে হৈচৈ। রাজনৈতিক দলগুলো বলছে, এই ভোটার লিস্টে নানা কারসাজি করা হয়েছে। বলা হচ্ছে, মাচর্ মাসে যে নিবার্চন হতে যাচ্ছে তাতে হয়তো প্রেসিডেন্ট এরদোয়ানের একে পাটির্ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। অথর্নীতির স্থবিরতার কারণে এবার রাজধানী আংকারা সহ বেশ কিছু গুরুত্বপূণর্ শহরে হেরে যেতে পারে- এমন বলছেন অনেকেই।

রিপাবিøকান পিপলস পাটির্ (সিএইচপি) এবং পিপলস ডেমোক্র্যাটিক পাটির্ (এইচডিপি) অভিযোগ করেছে, গত নিবার্চনে একে পাটির্ যেসব এলাকায় সামান্য ভোটের ব্যবধানে হেরেছিল- সেই আসনগুলোতেই এই ‘অস্বাভাবিক’ ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে। বিরোধীদলগুলো বলছে, কোন কোন ঠিকানায় সন্দেহজনক রকমের বিপুলসংখ্যক ভোটার নিবন্ধিত বলে দেখা যাচ্ছে। একটি ফ্ল্যাটের ঠিকানায় নিবন্ধিত হয়েছে ১ হাজার লোক। অনেক ভোটার এমন ভবনকে ঠিকানা হিসেবে দেখিয়েছেন যাতে কেউ থাকেন না, কোনো কোনো ভবন এখনও নিমার্ণাধীন। ইস্তাম্বুলে একজন ভোটার নিবন্ধিত হয়েছেন- যিনি চারতলা একটি ভবনের পঁাচ তলায় থাকেন বলে দেখানো হয়েছে। সিএইচপি বলছে, তারা ৬ হাজারেরও বেশি রেজিস্টাডর্ ভোটার পেয়েছেন যাদের বয়সে ১০০-এর বেশি। এদের অনেকের বয়স আবার পৃথিবীর প্রবীণতম জীবিত ব্যক্তির চেয়েও বেশি। রেকডর্ অনুযায়ী পৃথিবীর জীবিত প্রবীণতম ব্যক্তির বয়স হচ্ছে ১১৬। এর মধ্যে একজন ভোটার আছেন যার নাম দেখা যাচ্ছে আয়সে একিচি- যার জন্ম বলা হয় ১৮৫৪ সালে, যখন তুরস্ক অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। সিএইচপি বলছে তিনি নাকি এবারই প্রথমবারের মতো ভোট দেবেন। জুলফু এবং আয়সে নামে আরো দুজন ভোটারের বয়স বলা হচ্ছে যথাক্রমে ১৪৯ ও ১৪৮। চানকিরি প্রদেশের একটি জেলায় গত ছয় মাসে ভোটারের সংখ্যা ৯৫ শতাংশ বেড়ে গেছে বলে দেখা যাচ্ছে। বিরোধী দলগুলো এই ভোটার তালিকার ব্যাপারে তদন্ত করার জন্য নিবার্চন কমিশনের প্রতি আহŸান জানিয়েছে।

আইয়ি নামে একটি দলের নেতা হাসান সেইমান সোমবার টুইট করেছেন যে বিরোধীদল এই অভিযোগ তোলার পর ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেবার খবর পেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33415 and publish = 1 order by id desc limit 3' at line 1