শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

আফগানিস্তানে বোমা

হামলায় নিহত ১২

যাযাদি ডেস্ক

আফগানিস্তানে একটি সামরিক ঘঁাটিতে গাড়িবোমা হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্যকে হত্যা করেছে তালেবান। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দানের ওয়ারদাকে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কমর্কতার্রা। সরকারি কমর্কতার্রা জানিয়েছেন, জঙ্গিরা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর দুই বন্দুকধারী ঘঁাটিতে প্রবেশ করে হামলা চালায়। এ ঘটনায় আরও ২৮ নিরাপত্তা কমর্কতার্ আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। দেশটির বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে।

সংবাদসূত্র : রয়টাসর্

মালিতে হামলায়

১০ শান্তিরক্ষী নিহত

যাযাদি ডেস্ক

মালির উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র আক্রমণকারীদের হামলা প্রতিরোধকালে ১০ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছে। রোববারের এ হামলার ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পশ্চিমা আফ্রিকাদের দেশগুলোর জাতিসংঘ মিশন ও জাতিসংঘ। নিহতরা চাদের সেনাবাহিনীর সদস্য বলে খবর গণমাধ্যমের। আফ্রিকার সাহেল অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে আধুনিক অস্ত্রে সজ্জিত উগ্রপন্থি গোষ্ঠীগুলো। মালির জাতিসংঘ শান্তি মিশন জানিয়েছে, রোববার ভোরে আগুলোকের কাছে অনেকগুলো অস্ত্র সজ্জিত গাড়ি নিয়ে এসে হামলা চালায় আক্রমণকারীরা।

সংবাদসূত্র : রয়টাসর্

ইতিহাসের সবির্নম্ন

জন্মহার চীনে

যাযাদি ডেস্ক

৭০ বছর আগে আধুনিক চীন প্রতিষ্ঠিত হওয়ার পর গত বছর দেশটিতে সন্তানের জন্মহার ছিল এ যাবৎকালের সবির্নম্ন। সোমবার দেশটির প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দম্পতিদের অধিক সন্তান জন্মদানে উৎসাহিত করার কমর্সূচিও মুখ থুবড়ে পড়েছে। চীনের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ১৯৪৯ সালের পর গত বছর দেশটিতে জন্মহার প্রতি হাজারে সবির্নম্ন ১০ দশমিক ৯৪ ছিল। ২০১৭ সালেও এই হার প্রতি হাজারে ছিল ১২ দশমিক ৪৩; গত বছর দেশটিতে সন্তান জন্ম নিয়েছে দেড় কোটির বেশি। কিন্তু তা আগের বছরের চেয়ে প্রায় ২০ লাখ কম। এছাড়া দেশটিতে ১৯৬০ সালের ভয়াবহ দুভিের্ক্ষর সময়ের চেয়েও বতর্মানে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ও মৃত্যুর হারও এযাবৎকালের সবির্নম্নে পেঁৗছেছে। সংবাদসূত্র : বিবিসি

শরণাথীের্দর ফেরাতে

চায় লেবানন

যাযাদি ডেস্ক

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটির বিপুলসংখ্যক শরণাথীর্ লেবাননে চলে গিয়েছে। তবে লেবাননে শরণাথীের্দর জন্য বেশ কিছু সমস্যা হওয়ায় তাদের সিরিয়ায় ফেরাতে চায় দেশটি। সম্প্রতি লেবাননের প্রেসিডেন্ট মিচেল আউন সিরিয়ান শরণাথীের্দর নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে বিশ্ব নেতাদের সবধরনের সহযোগিতার আহŸান জানিয়েছেন। রোববার লেবাননের রাজধানী বৈরুতে আরব অথৈর্নতিক কনফারেন্সের উদ্বোধনী ভাষণে তিনি সিরিয়া সমস্যা সমাধানের ও শরণাথীর্ ফেরানোর আহŸান জানান। সংবাদসূত্র : এএফপি

নদার্নর্ আয়ারল্যান্ডে গাড়িবোমার বিস্ফোরণ

যাযাদি ডেস্ক

নদার্নর্ আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরের আদালত ভবনের বাইরে একটি গাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে বলে কমর্কতার্রা জানিয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটের দিকে শহরের বিশপ স্ট্রিটে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কিছু সময় আগে পুলিশ এ বিষয়ে একটি সতকর্বাতার্ও পেয়েছিল বলে জানা যায়। কমর্কতার্রা একটি হোটেল ও আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে নেয়ার সময়ই বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। ওই এলাকার ‘আরেকটি গাড়ি’র ব্যাপারেও সতকর্ করেছে তারা। পুলিশ এলাকাটির বাসিন্দাদের দ্রæত এলাকা ছাড়ার প্রস্তুতি নিতেও অনুরোধ করেছে। সংবাদসূত্র : বিবিসি

সুদানে ৩৮ সাংবাদিকের

গ্রেপ্তারি পরোয়ানা

যাযাদি ডেস্ক

সুদানে ৩৮ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসিকিউশন ‘উত্তেজক’ এবং ‘মিথ্যা সংবাদ’ ছড়ানোর অভিযোগে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। ফৌজদারি অপরাধ আইনের ৬৬, ৬৯ ও ৭৭ এবং সাইবারক্রাইম আইনের ১৭ নাম্বার ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, ওই সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে। সংবাদসূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33308 and publish = 1 order by id desc limit 3' at line 1