শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিবিআই থেকে অলোক ভামার্ এবার দমকলে

যাযাদি ডেস্ক
  ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

সুপ্রিম কোটের্র আদেশে পদে ফেরার দুই দিনের মাথায় ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) প্রধানের পদ থেকে অলোক ভামাের্ক সরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন তিন সদস্যের উচ্চপযাের্য়র কমিটি বৃহস্পতিবার সিবিআই প্রধানের পদ থেকে অলোক ভামাের্ক সরিয়ে দেয়। কমিটির বাকি দুই সদস্য হলেন, কংগ্রেস নেতা মল্লিকাজুর্ন খাড়গে ও সুপ্রিম কোটের্র বিচারক বিচারপতি এ কে সিক্রি। কমিটিতে ২-১ ভোটে অলোককে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। মল্লিকাজুর্ন তাকে রাখার পক্ষে ভোট দিয়েছিলেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। অলোককে সিবিআই প্রধানের পদ থেকে সরিয়ে ফায়ার সাভিের্সর ডিরেক্টর জেনারেল করা হয়েছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। সিবিআইর উপপরিচালক রাকেশ আস্থানার সঙ্গে ক্ষমতা নিয়ে সংঘাতের একপযাের্য় মোদি সরকার গত বছরের অক্টোবরে অলোক-রাকেশ দুজনকেই বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল। এ পদক্ষেপের বিরুদ্ধে অলোক আদালতের দ্বারস্থ হলে গত মঙ্গলবার সুপ্রিম কোটর্ তার পক্ষে রায় দেন। তবে পদ ফিরে পেলেও অলোকের বিরুদ্ধে চলমান সরকারি তদন্ত শেষ হওয়ার আগ পযর্ন্ত সিবিআই প্রধান হিসেবে তিনি নীতিগত গুরুত্বপূণর্ কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বলেও আদালত জানিয়েছিল। উচ্চপদস্থ কমিটির পক্ষ থেকে বিচারপতি সিক্রি বলেন, কেন্দ্রীয় নজরদারি কমিশনের (সিভিসি) প্রতিবেদনে তাকে সরিয়ে দেয়ার জন্য পযার্প্ত কারণ দেখানো হয়েছে। যার মধ্যে অলোকের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হওয়ার কথাও বলা হয়েছে। কমিটির সিদ্ধান্তের পর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন নিয়োগ কমিটি অলোককে ফায়ার সাভিের্সর ডিজি পদে বদলির নিদের্শ জারি করে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দুই দফা অলোককে সরিয়ে দেওয়া নিয়ে মোদির সমালোচনা করে একের পর এক টুইট করে যাচ্ছেন। গত বছর অক্টোবরে সিবিআই থেকে সংস্থাটির শীষর্ কমর্কতার্ রাকেশের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুনীির্তর অভিযোগ আনা হয়। এর পেছনে অলোকের হাত ছিল বলে তখন ধারণা করা হয়। সংবাদসূত্র: এনডিটিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31670 and publish = 1 order by id desc limit 3' at line 1