logo
শুক্রবার ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫

  যাযাদি ডেস্ক   ১১ জুলাই ২০১৮, ০০:০০  

বাষির্ক মহড়া স্থগিত দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়া চলতি বছর তাদের প্রতিরক্ষা মহড়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) সঙ্গে সম্পকোর্ন্নয়নে মঙ্গলবার তারা এ মহড়া স্থগিত করার ঘোষণা দেয়। এই প্রতিরক্ষা মহড়ার লক্ষ্য দেশটির যুদ্ধের প্রস্তুতি

যাচাই করা।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন ও নিরাপত্তা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া স্থগিতের ভিত্তিতে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত

নেয়া হয়।

সিউল ও ওয়াশিংটন ১৯ জুন ‘উলচি ফ্রিডম গাডির্য়ান’র (ইউএফজি) যৌথ বাষির্ক যুদ্ধ মহড়া স্থগিত করার ঘোষণা দেয়ার পর চলতি বছরের মহড়া বাতিল করা হলো।

উল্লেখ্য, মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে তার প্রথম সম্মেলন চলাকালে পিয়ংইয়ংয়ের সঙ্গে সিউলের যেকোনো উসকানিমূলক সামরিক মহড়া বন্ধের প্রতিশ্রæতি দিয়েছিলেন। ২০০৮ সাল থেকে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে