বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

পাকিস্তান জঙ্গিদের এখনো

আশ্রয় দিচ্ছে :হ্যালি

যাযাদি ডেস্ক

পাকিস্তান তাদের ভ‚খÐে এখনো জঙ্গিদের আশ্রয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বলেন, পাকিস্তানের আশ্রিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে মাকির্ন সেনাদের হত্যা করছে।

‘দি আটলান্টিক’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যালি বলেন, সন্ত্রাসী কমর্কাÐ বন্ধ না করলে পাকিস্তানকে কানাকড়ি ডলার দেয়া উচিত হবে না যুক্তরাষ্ট্রের। এমন কোনো দেশকে অথর্ দেয়া উচিত নয়, যেসব দেশ উল্টো

যুক্তরাষ্ট্রের ক্ষতি করে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেসব দেশকে একবার বন্ধু হিসেবে বেছে নেই, এর পেছনে চোখ বন্ধ করে অথর্ খরচ করি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পাকিস্তান। দেশটির পেছনে আমরা বিলিয়ন বিলিয়ন মাকির্ন ডলার খরচ করেছি। কিন্তু পাকিস্তান উল্টো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে আমাদের দেশের সেনাদের হামলা চালিয়ে মেরেছে।’

উল্লেখ্য, পাকিস্তান আর কারও ভাড়া করা বন্দুক হবে না বলে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দেয়ার পর নিকি হ্যালির পক্ষ থেকে এমন বক্তব্য এলো। সংবাদসূত্র : এনডিটিভি

কিমের দক্ষিণ কোরিয়া

সফর বাতিল

যাযাদি ডেস্ক

উত্তর কোরিয়ার সবোর্চ্চ নেতা কিম জং-উন চলতি বছরে আর দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন না। দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার টিভি চ্যানেল ‘ওয়াইটিএন’ সোমবার এ খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার বিশ্বস্ত একটি সূত্রও এই খবরের সত্যতা স্বীকার করেছে। তবে ঠিক কী কারণে কিম এ বছর আর সিউল যাচ্ছেন না, সেটি নিশ্চিত করা যায়নি। কিমের এ বছরের শেষের দিকে দক্ষিণ কোরিয়া সফরের কথা ছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক সময় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পকের্ উন্নতি হয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্

তাজমহলকে রক্ষার উদ্যোগ

প্রবেশ মূল্য বাড়িয়ে

যাযাদি ডেস্ক

তাজমহলের মূল সমাধি যারা দেখতে চান, এখন থেকে তাদের ২০০ রুপি মূল্যের আরেকটি টিকিটও কিনতে হবে। সোমবার থেকে নতুন এই সিদ্ধান্ত

কাযর্কর করা হয়েছে।

‘আকির্ওলজিক্যাল সাভের্ অব ইনডিয়া’র প্রধান আকির্ওলিজিস্ট বসন্ত স্বণর্কার জানিয়েছেন, ১৭ শতাব্দিতে নিমির্ত মূল সমাধিটি দেখতে এখন থেকে ভারতীয় দশর্নাথীের্দর ২৫০ রুপি করে এবং বিদেশি পযর্টকদের এক হাজার ৩০০ রুপি করে খরচ করতে হবে। আর সাকর্ দেশগুলোর পযর্টকদের ৫৪০ রুপির জায়গায় ৭৪০ রুপি খরচ হবে।

নতুন এই টিকিট পদ্ধতি মূল সমাধি পযর্ন্ত যাওয়া দশর্নাথীর্র সংখ্যা হ্রাস করতে সহায়তা করবে বলে

ধারণা করা হচ্ছে।

যেসব ভারতীয় দশর্নাথীর্ শুধু ৫০ রুপির টিকিট কিনবেন, তারা মূল সমাধিতে প্রবেশ করার অনুমতি পাবেন না, কিন্তু তাজমহলের চারপাশে ঘুরতে এবং পেছনের অংশে গিয়ে যমুনা নদীর তীর থেকে স্থাপত্যটি দেখতে পারবেন।

অতিরিক্ত ২০০ রুপি মূল্যের টিকিট না কিনলে বিদেশি ও সাকর্ দেশগুলোর পযর্টকদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।

তাজমহলকে মুঘল স্থাপত্যের সবচেয়ে সেরা নিদশর্ন হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৩ সালে তাজমহলকে ইউনেস্কোর ‘ওয়াল্ডর্ হেরিটেজ সাইট’র অন্তভুর্ক্ত করা হয়। তখন একে ‘ভারতের মুসলমান শিল্পের মুকুট এবং বিশ্বব্যাপী সমাদৃত বিশ্ব ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠকীতির্’ হিসেবে অভিহিত করা হয়। সংবাদসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26489 and publish = 1 order by id desc limit 3' at line 1