বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংকট সমাধানের রূপরেখা ছাড়াই শেষ জিসিসি সম্মেলন

যাযাদি ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

চলমান কাতার সংকট সমাধানের কোনো রূপরেখা হাজির করা ছাড়াই শেষ হয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট ‘গাল্ফ কো-অপারেশ কাউন্সিলের (জিসিসি) ৩৯তম সম্মেলন। সম্মেলনে কাতার সংকটের বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয়নি। সংবাদসূত্র : আল-জাজিরা

সম্মেলনে কাতার সংকটের বিষয়টি উত্থাপিত না হলেও শেষে যৌথ ঘোষণায় ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানানো হয়েছে। কাতার সংকট নিয়ে সম্মেলনে আলোচনা না করায় যৌথ ঘোষণার সমালোচনা করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

এবারের সম্মেলনে অংশগ্রহণের জন্য কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানিকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। কিন্তু কাতারের আমির সম্মেলনে যোগ দেননি। তিনি পররাষ্ট্রমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখর নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে সৌদি সম্মেলনে পাঠান। সম্মেলনের পর রোববার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর জানান, সামরিক অভিযান ও প্রশিক্ষণ এবং নিরাপত্তা ও মন্ত্রীপযাের্য় আলোচনার মতো বিষয়ে কাতারের সঙ্গে জিসিসির সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, কাতার সংকটের কারণে কাউন্সিলের গঠন ও কাঠামোতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে সদস্যরা একমত।

উল্লেখ্য, ২০১৭ সালের জুনে কাতারের বিরুদ্ধে আকাশ, জল ও স্থল পথে অবরোধ ও ক‚টনৈতিক সম্পকর্ ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। দেশগুলো কাতারের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ’কে সমথের্নর অভিযোগ আনে। কাতার এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, দেশটির সাবের্ভৗমত্বকে হুমকির মুখে ফেলতেই এই অবরোধ আরোপ করা হয়েছে।

জিসিসি গঠিত হয়েছিল ১৯৮১ সালে। আরব অঞ্চলের দেশগুলোর অথৈর্নতিক ও রাজনৈতিক সংস্থাটির উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর অথৈর্নতিক উন্নতি, নিরাপত্তা বিধান ও সাংস্কৃতিক সহযোগিতা নিশ্চিত করা। এর সদস্য বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26487 and publish = 1 order by id desc limit 3' at line 1